Shalin Bhanot

শালিনের প্রাক্তন স্ত্রী বিয়ের পিঁড়িতে, খবর শোনা মাত্র কী প্রতিক্রিয়া ‘বিগ বস’ প্রতিযোগীর?

‘বিগ বস ১৬’-র ঘর থেকে বেরিয়ে প্রাক্তন স্ত্রী বিয়ে খবর শুনে কী প্রতিক্রিয়া দিলেন শালিন ভানোত?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৬
picture of shalin bhanot on right side his ex wife dalljeet kaur\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s

প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরে প্রতিক্রিয়া শালিনের। ছবি: সংগৃহীত।

‘বিগ বস ১৬’-র সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে অন্যতম শলিন ভানোত। গোটা সিজ়নেই কখনও তাঁর খাদ্যভাসের কারণে, কখনও বা অভিনেত্রী টিনা দত্তের সঙ্গে সম্পর্কের খবরে চর্চায় ছিলেন এই টেলি তারকা। তবে টিভির পর্দায় যতটা চর্চিত শালিন, ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই চর্চিত এই অভিনেতা। গার্হস্থ্য হিংসার অভিযোগে শালিনের সঙ্গে দীর্ঘ ছ’বছরের বিয়েতে ২০২২ সালে ইতি টানেন ছোট পর্দার অভিনেত্রী দলজিৎ কৌর। বিচ্ছেদের দু’বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। প্রাক্তন স্ত্রীর বিয়ের খবরে হতবাক শালিন! দলজিতের বিয়ে নিয়ে শালিনকে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন। শালিনের কথায়, ‘‘এটা আমার কাছেও একটা খবর।’’

Advertisement

নিখিল পটেল নামক এক ব্যবসায়ীকে চলতি বছরেই বিয়ে করছেন শালিনের প্রাক্তন স্ত্রী দলজিৎ। মার্চে মুম্বইতেই হবে বিয়ে। তার পর নতুন দম্পতির গন্তব্য আফ্রিকা। কাজের সূত্রে দলজিতের স্বামী নিখিল বিদেশে থাকেন। বিয়ের পর ৯ বছরের ছেলেকে নিয়ে তাই বিদেশেই থাকার পরিকল্পনা অভিনেত্রীর। এ দিকে, সদ্য ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েছেন শালিন। জিততে না পারলেও সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার বিতর্কিত নায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিন বলেন, ‘‘আমি সবে মাত্র বেরিয়েছি। সলমন খান স্যার সপ্তাহান্তের একটি এপিসোডে আভাস দিয়েছিলেন। তা সত্ত্বেও এটি আমার কাছেও নতুন খবর। আমি শুধু বলতে চাই, ঈশ্বর ওদের মঙ্গল করুন।’’

২০০৬ সালে প্রথম দেখা। তার পর ২০০৯ সালে অভিনেতা শালিন ভানোতকে বিয়ে করেন দলজিৎ। কিন্তু সেই বিয়ে টেকেনি। দলজিতের উপর রীতিমতো শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিলেন শালিন। শেষে আইনি পথই নিতে হয়েছিল অভিনেত্রীকে। আপাতত নতুন জীবন শুরু করার পথে শালিনের প্রাক্তন স্ত্রী।

Advertisement
আরও পড়ুন