Aryan Khan

Aryan Khan: ক্যাটরিনার বোনের সঙ্গে আরিয়ান খান, বলিপাড়ায় নতুন রসায়ন

শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ধরা দিলেন আরিয়ান খান। বলিপাড়ার অন্দরে নতুন জল্পনা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৯:১৫
শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কইফকে দেখা গেল একসঙ্গে।

শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কইফকে দেখা গেল একসঙ্গে।

পর্দায় শাহরুখ খান-ক্যাটরিনা কইফের রসায়ন দর্শকের বরাবরের পছন্দ। কিন্তু পর্দার বাইরে এ বার তাঁদের এক পারিবারিক সমীকরণও তৈরি হতে চলেছে বলে মনে হচ্ছে। সেই সম্পর্কের ঝলক মিলল মঙ্গলবার। শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কইফকে দেখা গেল একসঙ্গে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

Advertisement

হিন্দি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তাঁরা। অভিনেতা কর্ণ ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কইফ-সহ হাজির হয়েছিলেন অনেকেই। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের একসঙ্গে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে।

দিদির পথ অনুসরণ করে ইতিমধ্যেই বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পঞ্চোলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আগামী ছবি ‘সুস্বাগতম খুশামদীদ’।

Advertisement
আরও পড়ুন