Kartik Aaryan

Kartik Aaryan: মন সায় দিচ্ছে না, কোটি টাকার প্রস্তাব ফেরালেন কার্তিক

সমাজে কু-প্রভাব ফেলে এমন কোনও দ্রব্যের প্রচার করবেন না কার্তিক। এই কারণে কঠিন সিদ্ধান্ত নিলেন নায়ক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৮:৫২
৯ কোটি টাকার প্রস্তাব ফেরালেন কার্তিক।

৯ কোটি টাকার প্রস্তাব ফেরালেন কার্তিক।

অক্ষয় কুমার, যশ, অল্লু অর্জুন— তামাক, পানমশলার বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়িয়েছিলেন একের পর এক নায়ক। সেই তালিকায় জুড়ল এ বার কার্তিক আরিয়ানের নাম। ৯ কোটি টাকার প্রস্তাব ফেরালেন অভিনেতা। একটি পান মশলার বিজ্ঞাপনের জন্য ৮-৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় অভিনেতাকে। প্রস্তাব পাওয়া মাত্রই সটান ‘না’ করে দিয়েছেন নায়ক।

এত বড় অঙ্কের প্রস্তাব হাতছাড়া করা মুখের কথা নয়। কিন্তু নিজের নীতির বিরুদ্ধে কাজ করতে নারাজ নায়ক। তবে এই প্রথম নয়, কার্তিকের আগেই এমন কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন অল্লু অর্জুন। তামাকজাত দ্রব্য প্রচারের বিনিময়ে তাঁকে ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা তৎক্ষনাৎ ফিরিয়ে দেন দক্ষিণী তারকা।

Advertisement

এর আগেই এই কারণে জনরোষের মুখে পড়েন অক্ষয় কুমার। যে কারণে ক্ষমা চাইতে বাধ্য হন নায়ক এবং প্রতিশ্রুতি দেন তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের মুখ থাকবেন না।

Advertisement
আরও পড়ুন