Jawan Update

মুক্তির আগেই ‘জওয়ান’-এর ঝুলিতে কোটি টাকা! দুবাইয়ের পরে আমেরিকাতেও অগ্রিম বুকিংয়ে ঝড়

মুক্তির বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। শাহরুখ খানের ‘জওয়ান’-এর অপেক্ষায় দিন গুনছেন বাদশার অনুরাগীরা। সংযুক্ত আরব আমিরশাহি, আমেরিকায় শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৯:১৩
Shah Rukh Khan in Jawan.

‘জওয়ান’-এ শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

বছর শুরু হয়েছে ‘পাঠান’-এর হাত ধরে। তার মাস ছয়েক পরে এ বার ‘জওয়ান’-এর পালা। আরও একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ছবি নিয়ে ফিরছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই ছবির জন্য মুখিয়ে ছিলেন দর্শক ও অনুরাগীরা। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর সেই উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। মুক্তির বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। ছবির অপেক্ষায় এখন রীতিমতো দিন গুনছেন বাদশার অনুরাগীরা। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে ‘জওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং। আমেরিকাতেও একই ছবি। এক মাস আগে থেকে অগ্রিম বুকিং শুরু হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ‘জওয়ান’-এর ঝুলিতে এল কোটি টাকা।

Advertisement

বছরের শুরুতে ‘পাঠান’-এর সাফল্যে আমেরিকার মতো জায়গায় ভারতীয় ছবি নিয়ে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। প্রবাসী ভারতীয়রা তো আছেনই, পাশাপাশি বিদেশিদের মধ্যেও শাহরুখ খানকে নিয়ে উন্মাদনা কম নয়। খবর, আমেরিকায় মোট ৩৬৭টি জায়গায় মোট ১৬০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ইতিমধ্যেই প্রথম দিনের শোয়ের জন্য বিক্রি হয়ে গিয়েছে ৯৭০০-র বেশি টিকিট। অগ্রিম বুকিংয়েই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। এখনও ছবির মুক্তির বাকি ১৬ দিন। সেপ্টেম্বরে ছবিমুক্তির আগে সেই অঙ্ক ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই ধারণা।

‘জওয়ান’ ছবির মুক্তির আগেও ‘পাঠান’ মন্ত্রেই ভরসা রেখেছেন শাহরুখ। জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির আগে ছবির কোনও প্রচারমূলক অনুষ্ঠানে দেখা যায়নি শাহরুখকে। সমাজমাধ্যমের পাতায় স্রেফ ‘আস্ক এসআরকে’-এর মাধ্যমেই ছবির প্রচার সেরেছিলেন তিনি। তাতেই ছক্কা হাঁকিয়েছিল ছবি। খবর, ‘জওয়ান’-এর ক্ষেত্রে একই পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।

আরও পড়ুন
Advertisement