Shah Rukh Khan

Shah Rukh Khan: গাড়িচালককে আলিঙ্গন, রক্ষীকে হাতজোড় শাহরুখের, ‘বাদশাহি’ সৌজন্যে আপ্লুত ভক্তরা

উপলক্ষ ‘পাঠান’ ছবির শ্যুটিং। দেশ ছাড়লেন শাহরুখ খান। বিমানবন্দরে ঢোকার আগে তাঁর আচরণের ভিডিয়ো ভাইরাল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ১৭:২৩
শাহরুখ খান

শাহরুখ খান

শুক্রবার ‘পাঠান’ ছবির শ্যুটিংয়ের জন্য দেশ ছাড়লেন বলিউডের বাদশা শাহরুখ খান। স্পেনের উদ্দেশে উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে। বিমানবন্দরে ঢোকার আগে সৌজন্যবোধে অনুরাগীদের আবেগে ভাসিয়ে গেলেন বলিউডের বেতাজ ‘বাদশা’।

বিমানবন্দরে শাহরুখকে এগিয়ে দিতে তাঁর নিরাপত্তারক্ষীরা ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর গাড়ির চালক। শাহরুখ তাঁকে দেখেই জড়িয়ে ধরেন। কিং খানের এই আচরণেই প্রশংসার বন্যা নেটমাধ্যমে। শুধু তাই নয়, বিমানবন্দরে ঢোকার মুখে নিরাপত্তারক্ষীকে দেখেও হাতজোড় করে সৌজন্য প্রকাশ করেন শাহরুখ। তাতেও আপ্লুত ভক্তেরা।

Advertisement

করোনা এবং ছেলে আরিয়ান খানের গ্রেফতারির কারণে এমনিতেই ‘পাঠান’-এর কাজ দীর্ঘ দিন থমকে ছিল। মাদ্রিদে এই ছবির বড় অংশের শ্যুটিং হওয়ার কথা। ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমনকে।

Advertisement
আরও পড়ুন