Satish Kaushik

করোনার হদিশ মিলল কার্তিকের দেহে, হাসপাতালে ভর্তি হলেন সতীশ কৌশিক

সম্প্রতি মণীশ মলহোত্রার পোশাক পরে র‌্যাম্পে হাঁটলেন কার্তিক। সঙ্গে ছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণীও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৬:১৬
কার্তিক আরিয়ান ও সতীশ কৌশিক

কার্তিক আরিয়ান ও সতীশ কৌশিক

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অভিনেতা। গত ১৭ মার্চ বর্ষীয়ান বলিউড অভিনেতা সতীশ কৌশিকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একই দিনে কোভিডে আক্রান্ত হলেন আরও এক বলিউড অভিনেতা, কার্তিক আরিয়ান।

করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই দিয়েছিলেন ৬৪ বছরের অভিনেতা সতীশ কৌশিক। টুইট করে লিখেছিলেন, ‘আমি করোনা পজিটিভ। নিজেকে স্বেচ্ছ্বাবন্দি করেছি নিজের বাড়িতে। আন্তরিক অনুরোধ, আমার কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁরাও পরীক্ষা করিয়ে নিন’।

Advertisement

অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন অভিনেতা। তাই ভর্তি করা হয়েছে তাঁকে।

অন্য দিকে কার্তিক আরিয়ান সোমবার করোনা আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে সে খবরটি পোস্ট করে অনুরাগীদের শুভ কামনা চাইলেন। সম্প্রতি মণীশ মলহোত্রার পোশাক পরে র‌্যাম্পে হাঁটলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মুম্বই ইন্ডাস্ট্রির একাধিক তারকা এই ভাইরাসের কবলে পড়ছেন। সম্প্রতি রণবীর কপূর, আশিস বিদ্যার্থী, গওহর খান, তারা সুতারিয়া-সহ একাধিক তারকা কোভিড পজিটিভ হয়েছেন। যদিও আশিস বিদ্যার্থী ইতিমধ্যে করোনা নেগেটিভ হয়ে গিয়েছেন। নিজেই নেটমাধ্যমে সে কথা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন