johnny depp

জনি ডেপের বাড়িতে অচেনা ব্যক্তির হানা, সেখানেই স্নান ও সুরাপান

অভিনেতার এক প্রতিবেশী সেই ব্যক্তিকে জনির বাড়ির পিছন দিকে পুলের কাছে ঘোরাফেরা করতে দেখেছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৪:২৭
জনি ডেপ।

জনি ডেপ।

জলদস্যুর বাড়িতে চোরের হানা!

তবে আসল জলদস্যু নয়, পর্দার ‘পাইরেট’ অর্থাৎ জনি ডেপের বাড়িতে ঢুকে পড়লেন এক অজ্ঞাত ব্যক্তি। অভিনেতার এক প্রতিবেশী সেই ব্যক্তিকে জনির বাড়ির পিছন দিকে পুলের কাছে ঘোরাফেরা করতে দেখেছিলেন। সেই ব্যক্তির কাছে এগিয়ে প্রশ্ন করতেই গেট টপকে জনির বাড়িরে আরও কাছাকাছি পৌঁছে যান তিনি।

Advertisement

এর পরেই সেই প্রতিবেশী পুলিশকে ফোন করে পুরো বিষয়টি জানান। জনির বাড়িতে পুলিশ এসে পৌঁছলে সেই ব্যক্তি দরজা খোলেননি। অভিনেতার স্নানঘরে স্নান করতে ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, জনির পানীয়র সংগ্রহ থেকে সুরাপানও করেছেন সেই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রবেশ এবং ভাঙচুরের অভিযোগ দায়ের করা হয়।

গত জানুয়ারি মাসে, এক মহিলা ঠিক এ ভাবেই জনির বাড়িতে ঢুকে পড়েছিলেন।

Advertisement
আরও পড়ুন