Sathyaraj

Sathyaraj: করোনা আক্রান্ত ‘বাহুবলী’র কটাপ্পা, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে

‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে দেশ জোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেতা। আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ ১২:৫১
করোনা আক্রান্ত সত্যরাজ।

করোনা আক্রান্ত সত্যরাজ।

করোনা আক্রান্ত ‘বাহুবলী’র কটাপ্পা ওরফে অভিনেতা সত্যরাজ। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কিন্তু আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

এই মুহূর্তে স্থিতিশীল অভিনেতা। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। সত্যরাজের এক ঘনিষ্ঠ সংবাদমাধ্যমকে বলেছেন, “ও খুব দ্রুত সেরে উঠছে। দু’তিন দিনের মধ্যে ও বাড়ি ফিরতে পারবে। কিন্তু বাড়িতেও এক সপ্তাহ বা তার বেশি সময় ওকে নিভৃতবাসে থাকতে হতে পারে।”

Advertisement

এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে দেশ জোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেতা। আপাতত তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। বলিউডের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও করোনা আক্রান্ত হচ্ছেন একাধিক তারকা। অভিনেতা মহেশ বাবু, পরিচালক প্রিয়দর্শনের মতো ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে এই ভাইরাস।

Advertisement
আরও পড়ুন