Sania Mirza on biopic

নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া, তবে দিলেন বিশেষ শর্তও, কী জানালেন?

সানিয়া মির্জ়ার বায়োপিকে কে নামভূমিকায় অভিনয় করবেন? টেনিস তারকা নিজেই দিলেন উত্তর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ১৪:৪৯
Image of Sania Mirza

সানিয়া মির্জ়া। ছবি: সংগৃহীত।

তিনি দেশের টেনিস তারকা। আন্তর্জাতিক মঞ্চে একাধিক ট্রফি জিতেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন সানিয়া মির্জ়া। তাই তাঁর বায়োপিক নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। তবে এ বার তাঁর বায়োপিক নিয়ে স্বয়ং সানিয়াই বিশেষ শর্ত দিলেন।

Advertisement

সম্প্রতি, কপিল শর্মার কমেডি শোয়ে এসেছিলেন সানিয়া। সেখানে বায়োপিক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। শোয়ে সানিয়ার সঙ্গেই ছিলেন ভারতীয় বক্সার মেরি কম। ২০১৪ সালে মেরির বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। অন্য দিকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। কপিল জানতে চান, নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন? উত্তরে মজা করে সানিয়া বলেন, ‘‘আর কোনও অভিনেত্রীর বোন কি বাকি আছে?’’ এরই সঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের দেশে প্রচুর ভাল অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’’

Sania Mirza will play herself in biopic if Akshay Kumar and Shah Rukh Khan plays her love interest

অক্ষয় কুমারের সঙ্গে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

এরই সঙ্গে কপিল জানান যে শাহরুখ খান এক বার একটি সাক্ষাৎকারে বলেন, সানিয়ার বায়োপিকে বাদশা তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। তা শুনে সানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কারণ, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু মজা করে সানিয়া বলেন, ‘‘কিন্তু তার আগে তো আমাকে ভালবাসার পাত্র খুঁজে পেতে হবে।’’

তবে এখানেই শেষ নয়। কপিল জানতে চান, যে শাহরুখ রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না। সানিয়া বলেন, ‘‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’’

গত কয়েক বছর সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভাল ছিল না। দু’জনে আলাদা থাকছিলেন।চলতি বছরের ২০ জানুয়ারি পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তাঁর বিয়ের ছবি সমাজমাধ্যমে দেন শোয়েব। তার পরেই জানা যায়, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন সানিয়ার বায়োপিকে শেষ পর্যন্ত কে অভিনয় করেন সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন