Samantha Ruth Prabhu

নাগার গায়ে হলুদের অনুষ্ঠান, অন্য দিকে প্রিয় মানুষকে হারিয়ে কী লিখলেন সামান্থা?

বৃহস্পতিবার রাতে সামান্থাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। সেখানে ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদ্যাপন করছিলেন। শুক্রবারই এল দুঃসংবাদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৫
নাগার গায়ে হলুদ, সামান্থার স্বজনবিয়োগ।

নাগার গায়ে হলুদ, সামান্থার স্বজনবিয়োগ। ছবি: সংগৃহীত।

শুক্রবার থেকে শুরু হয়ে গেল নাগা চৈতন্যের বিয়ে অনুষ্ঠান। গায়ে হলুদ, মঙ্গলস্নান সবই হল। এমন দিনে মুম্বইয়ে ছিলেন সামান্থা রুথ প্রভু। এক দিকে প্রাক্তন স্বামীর বিয়ের উদ্যাপন, অন্য দিকে একই দিনে পিতৃবিয়োগ সামান্থার জীবনে। বাবাকে হারালেন সামান্থা।

Advertisement

জীবনের একটা সময়ে পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে অভিনেত্রীর। সে কথা নিজেই জানিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে কাছাকাছি আসেন তাঁরা। বৃহস্পতিবার রাতে সামান্থাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের এক রেস্তরাঁয়। সেখানে ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদ্যাপন করছিলেন তিনি। সহ-অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।

কিন্তু শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই দুঃসংবাদ। অভিনেত্রীর বাবা জোসেফ রুথ প্রভুকে হারিয়ে লেখেন, ‘‘বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়।’’ অতীতে এক সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে সামান্থা জানিয়েছিলেন, তাঁর বাবা কখনওই তাঁকে মাথায় তোলেননি। পরীক্ষায় প্রথম হলেও বলে এসেছেন, এটাই সাধারণত করে থাকে সকলে। তাই নিজেকে ভাল ভাবার বা অন্যদের থেকে আলাদা ভাবার অবকাশ পাননি। বাবাই তাঁকে মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্যে করেছেন।

Advertisement
আরও পড়ুন