Celeb Gossip

চুপিসারে বাগ্‌দান সেরে ফেললেন সইফ-পুত্র ইব্রাহিম? ধরা পড়লেন পলকের ছবিতে!

গত দু’বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এ বার নাকি চুপিচুপি বাগ্দান সেরে ফেলেছেন তাঁরা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ২০:০৯
Palak Tiwari and Ibrahim Ali Khan got in relationship during their maldives vacay

(বাঁ দিকে) পলক তিওয়ারি, ইব্রাহিম আলি খান পটৌডি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান পটৌডিকে নিয়ে উৎসাহের অন্ত নেই নেটপাড়ায়। মা, দিদির সঙ্গে বেড়াতে যাওয়া হোক কিংবা বাবার পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপন বা নতুন প্রেমের উন্মেষ— সবই ইব্রাহিমের সমাজমাধ্যম অনুসরণকারীদের কাছে খুবই আকর্ষণীয়। গত দু’বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এ বার নাকি চুপিচুপি বাগ্দান সেরে ফেলেছেন তাঁরা!

Advertisement

সম্প্রতি মলদ্বীপে বেড়াতে যান পলক। ওই একই সময়ে সমুদ্রতট থেকে ছবি দিতে থাকেন ইব্রাহিমও। যদিও কোন সমুদ্রতীরে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে মলদ্বীপে থাকাকালীন বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইব্রাহিম। ছবিতে দেখা যাচ্ছে বিচ রিসর্টের দৃশ্য। কোনওটিতে খানাপিনা, কোনও ছবিতে তিনি নির্নিমেষ তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে, আবার কখনও সুইমিং পুলে। বুঝতে অসুবিধা হয় না, ইব্রাহিম মলদ্বীপের ছবি ভাগ করেছেন। শেষ দু’টি ছবিতে তিনি তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। কিন্তু ক্যামেরার পিছনে কে? তাঁর মন্তব্য বাক্স উপচে পড়ছে পলকের নামে। একই ভাবে ছবি দিয়েছেন পলক। একই জায়গা থেকে ছবি দিয়েছেন দু’জনে। পলক একটি স্বল্প ভিডিয়ো দেন যেখানে দেখা যাচ্ছে হৃদয়ের আকারে মোমবাতি সাজানো। তাঁর মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে। যদিও এই দৃশ্য সকলের প্রায় দেখা। মলদ্বীপে এমন একান্ত যাপন করে থাকেন দম্পতি, যুগলে। কেউ কেউ এমন জায়গায় প্রেমিকাকে প্রেমের প্রস্তাবও দেন। তবে কি ইব্রাহিম ও পলকের ক্ষেত্রেও তেমন কিছু হল? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে।

Advertisement
আরও পড়ুন