Aishwarya-Abhishek

আরাধ্যার কথা ভেবেই কষ্ট হচ্ছে অভিষেকের, মনে মনে বিচ্ছেদের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন!

নিজের পদবি থেকে বচ্চন সরিয়ে দিলেন ঐশ্বর্যা। এ বার আরাধ্যার সঙ্গে দূরত্ব অনুভবের কথা জানালেন অভিষেক!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৬:০৬
মেয়ে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদ অনুভব অভিষেকের।

মেয়ে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদ অনুভব অভিষেকের। গ্রাফিক : আনন্দবাজার অনলাইন।

নিত্যদিন বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে আসছে। এর মাঝেই দুবাইয়ে একটি অনুষ্ঠানে গিয়ে অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের জল্পনা যেন কয়েক গুণ বাড়িয়ে দিলেন ঐশ্বর্যা রাই বচ্চন। নিজের পদবি থেকে বচ্চন সরিয়ে দিলেন ঐশ্বর্যা। এ বার আরাধ্যার সঙ্গে দূরত্ব অনুভবের কথা জানালেন অভিষেক!

Advertisement

সম্প্রতি অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’ মুক্তি পেয়েছে। ছবিতে অভিষেকের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনই এই ছবিতে বাবা-মেয়ের গল্পে এক এক সময়ে আরাধ্যার কথা ভেবে বড্ড মনখারাপ হয়েছে জুনিয়র বচ্চনের। ছবির পরিচালক সুজিত সরকার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ছবির বিষয়বস্তু যে হেতু বাবা-মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে, তাই খুব সহজেই ছবিটির সঙ্গে জুড়ে যেতে পারেন অভিষেক। বেশ কিছু আবেগঘন দৃশ্য রয়েছে ছবিতে।

কন্যাসন্তান থাকায় গল্প নিয়ে সুজিতেরও কষ্ট হয়েছে। সুজিত বলেন, ‘‘বেশ কিছু দৃশ্যে আমারও কষ্ট হয়েছে কারণ আমি মেয়ের বাবা। অভিষেকও আমাকে বলেছেন পর্দার মেয়ের সঙ্গে কিছু দৃশ্যে এমন আবেগি হয়ে পড়েন যে নিজের মেয়ে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করেছেন।” অমিতাভ-পুত্র এবং প্রাক্তন বিশ্বসুন্দরীর দীর্ঘ দাম্পত্য জীবনে দাঁড়ি পড়তে চলেছে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই।

Advertisement
আরও পড়ুন