Samantha Ruth Prabhu

নাগার সঙ্গে সন্তান চেয়েছিলেন সামান্থা, সেই স্বপ্ন অধরা! কবে মা হবেন? জানালেন অভিনেত্রী

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। যদিও সামান্থার মনের দরজা নাকি বন্ধ। তবে হাল ছাড়ছেন না তিনি, মা হবেন, জানিয়ে দিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৭
নাগা দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে, মা হওয়ার ইচ্ছেপ্রকাশ সামান্থার!

নাগা দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে, মা হওয়ার ইচ্ছেপ্রকাশ সামান্থার! ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামান্থা রুথ প্রভু ও বরুণ ধওয়ান তাঁদের ওয়েব সিরিজ় ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সামান্থা যেন গুমরে রয়েছেন। কোনও রকমে ভিতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তাঁর চোখ বলছে, তিনি ভাল নেই। এমনই অনুমান তাঁর অনুরাগীদের। নেপথ্য কারণ, সন্তান ও সুখী পরিবার।

Advertisement

নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার আগে প্রায় চার বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন জুটি। সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তানধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সেই সময়েই বিচ্ছেদ ঘটে যায়। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা। যদিও সামান্থার মনের দরজা নাকি বন্ধ। তবে হাল ছাড়ছেন না তিনি, মা হবেন, জানিয়ে দিলেন অভিনেত্রী।

‘হানি বানি’র প্রচারমূলক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বরুণ তাঁর নিজের পরিবার নিয়ে কথা বলছিলেন। বরুণ বলেন, “এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজ়ে আমার চরিত্র বানিও খুব পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। তাই চরিত্রটি সহজে বুঝতে পারি।” তাতেই যেন কষ্ট চেপে রাখতে পারেননি অভিনেত্রী। চোখ ছল ছল করে ওঠে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, ‘‘মা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি জীবনের কোনও একটা পর্যায়ে পৌঁছে মা হতে চাই। অনেক সময় আমরা বয়স নিয়ে চিন্তা করি। আগে থেকেই ভেবে ফেলি, মা হওয়ার সঠিক সময় কোনটা। কিন্তু আমার মনে হয় মা হতে গেলে আলাদা করে কোনও বয়সের প্রয়োজন পড়ে না।’’

Advertisement
আরও পড়ুন