Samantha Prabhu

Samantha Prabhu: যশরাজ ফিল্মস থেকে একসঙ্গে তিনটি ছবির প্রস্তাব? বলিউডেও কাজের অভাব নেই সামান্থার

সামান্থার অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে কাজ করার পরিকল্পনা হচ্ছে। যশরাজের তরফে একই সঙ্গে তিন-তিনটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৬:১৮
যশরাজের ছবিতে দেখা যাবে সামান্থাকে?

যশরাজের ছবিতে দেখা যাবে সামান্থাকে?

দক্ষিণী ছবিতে তাঁর রাজত্ব বহু দিনের। এ বার বলিউডের দিকেও পা বাড়াচ্ছেন ধীরে ধীরে। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়ে হাতেখড়ি সেরে ফেলেছেন সামান্থা প্রভু। পরবর্তীতে ছবি করতে পারেন বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে।

শোনা গিয়েছে, সামান্থার অভিনয়ে মুগ্ধ হয়ে তাঁকে নিয়ে কাজ করার পরিকল্পনা হচ্ছে। যশরাজের তরফে একই সঙ্গে তিন-তিনটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। রাজি হলে পাবেন বিশাল টাকার পারিশ্রমিক। এই প্রস্তাব নিয়ে আপাতত চিন্তাভাবনা করছেন দক্ষিণী অভিনেত্রী। তবে তাঁর বা প্রযোজনা সংস্থার তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

অন্য দিকে, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পরিচালকদ্বয় রাজ এবং ডিকের সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন সামান্থা। এ ছাড়াও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একাধিক কাজ নিয়ে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন