হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো সূচিতে বদল। —ফাইল চিত্র।
হাওড়া মেট্রোয় যাত্রীদের জন্য সুখবর! হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (গ্রিন লাইন-২) রুটে বাড়ল মেট্রো পরিষেবার সংখ্যা। ফিরল স্বাভাবিক ছন্দে। পূর্বে ওই রুটে যে সংখ্যক পরিষেবা পাওয়া যেত বৃহস্পতিবার থেকে সেই সংখ্যাতেই চলবে। শুধু তা-ই নয়, দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দু’টি লাইনে মেট্রো চলাচল করে। একটি পূর্বমুখী সুড়ঙ্গ। অন্যটি পশ্চিমমুখী। দু’টি সুড়ঙ্গ ধরেই উভয় দিকে মেট্রো চলাচল করে। সম্প্রতি কাজের জন্য একটি সুড়ঙ্গের সম্পূর্ণ পথে মেট্রো চলছিল না। হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি চলছিল। মেট্রো আবার ফিরেও যাচ্ছিল ওই পথে। অন্য সুড়ঙ্গে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি পুরো পথেই মেট্রো চলছিল। সুড়ঙ্গের কাজ সম্পন্ন হওয়ায় এ বার পুরো রুটেই দুই সুড়ঙ্গ দিয়েই মেট্রো চলাচল করবে। ফলে যাত্রী সুবিধার্থে বৃদ্ধি পাচ্ছে মেট্রো পরিষেবাও।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সুড়ঙ্গের কাজের স্বার্থে এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা বেড়ে করা হচ্ছে ১৩০। শুধু তা-ই নয়, দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধানও কমানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা) দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১২ মিনিট। আর দিনের অন্য সময়ে দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট। এত দিন ২০ এবং ২৪ মিনিটের ব্যবধানে মেট্রো চলছিল।
সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৭টায়। আর শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে। উল্টো দিকে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৭টাতেই। শেষ মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।
সুড়ঙ্গের কাজের জন্য এত দিন হাওড়া ময়দান থেকে মহাকরণের মাঝে পরিষেবাতেই কাটছাঁট করা হয়েছিল। পশ্চিমমুখী সুড়ঙ্গে কিছু মেট্রো মহাকরণ থেকে ছাড়ছিল। আবার হাওড়া ময়নদান থেকে আসছিল মহাকরণ পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী মহাকারণ থেকে কোনও মেট্রো ছাড়বে না। সব মেট্রোই এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকে ছাড়বে।
রবিবারের সূচিতে কোনও বদল হয়েছে। ওই রুটে রবিবারও পরিষেবা সংখ্যা বাড়ছে। এত দিন গ্রিন লাইন-২ এ ৪৬টি পরিষেবা চলত। এ বার থেকে তা বেড়ে হচ্ছে ৬২। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড— দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। আর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।