Celebrity Gossip

‘ফুলকি’ ধারাবাহিকে তাঁরা সহ-অভিনেতা, সেখান থেকেই কি বিশেষ বন্ধু অভিষেক-শার্লি?

বেশ কিছু দিন ধরেই চর্চায় অভিষেক-শার্লি। এ দিকে সুরভি মল্লিকের সঙ্গে নায়কের এ বছরেই বিয়ের কথা! তার মধ্যেই শার্লির সঙ্গে নতুন সম্পর্কে জড়ালেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২০:২৪
অভিষেক বসু,  শার্লি মোদক প্রেমে?

অভিষেক বসু, শার্লি মোদক প্রেমে? ছবি: ফেসবুক।

ধারাবাহিকের পর্বে যেমন চমকের পর চমক, ঠিক সে রকমই চমকের ছটা এসে পড়ছে ছোট পর্দার অভিনেতাদের জীবনেও। অভিষেক বসু-শার্লি মোদকের কথাই ধরুন। টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘ফুলকি’ ধারাবাহিকে একটানা অভিনয় করতে করতে পরস্পরের মধ্যে নাকি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে! জনপ্রিয় ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিষেক। নায়কের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শার্লি। তিনি খলনায়িকা। অনেক দিন বিরতির পর ‘ফুলকি’ দিয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী।

Advertisement

এ-ও জানা গিয়েছে, উভয়েই নাকি বিষয়টি ধামাচাপা দিয়ে রাখতে চাইছেন। কিন্তু শেষরক্ষা হচ্ছে কই?

দু’জনের বন্ধুত্বের কথা প্রকাশ্যে এল কী ভাবে? কয়েক দিন আগে অভিষেক বসুর সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একটি বার্তা দেখে প্রথম নড়ে বসে সকলে। সেখানে অভিনেত্রীকে ট্যাগ করে তিনি লিখেছিলেন, “২০২৪ তোমায় দিয়েছে। তাই মন থেকে এই বছরটিকে ভালবাসি।” এর পরেই দর্শকের অনুমান, প্রেমের সম্পর্কে আবদ্ধ তাঁরা। এ দিকে, এই বছরের শেষে ছোট পর্দার অন্য এক অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে বিয়ের কথা ছিল অভিষেকের। তিনি নিজেই জানিয়েছিলেন সে কথা। প্রসঙ্গত, অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার পর সুরভির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন অভিনেতা।

এই বার্তাই নাকি অভিষেকের সমাজমাধ্যমে দিন কয়েক আগে ছিল!

এই বার্তাই নাকি অভিষেকের সমাজমাধ্যমে দিন কয়েক আগে ছিল! ছবি: ইনস্টাগ্রাম।

তা হলে কি সুরভির সঙ্গে অভিষেকের প্রেম অতীত? নাকি, শার্লির সঙ্গে শুধুই বন্ধুত্ব?

আনন্দবাজার অনলাইনের প্রশ্নে মুখ খুললেন শার্লি। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই কথা বললেন অভিনেত্রী। প্রাথমিক ভাবে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পরে বলেন, “ধারাবাহিকে রোহিত (অভিষেক) এবং শালিনী (শার্লি)-এর আগের সেই তেতো সম্পর্ক অনেকটাই মিষ্টি এখন। পর্দায় সেই রসায়ন ধরা পড়ছে। দর্শক হয়তো সে সব দৃশ্য দেখে আমাদের মধ্যে প্রেম আছে বলে ভুল করছেন!” অভিষেকেরও কি একই মত? জানতে তাঁর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনে এবং হোয়াটসঅ্যাপে অধরা।

Advertisement
আরও পড়ুন