Kolkata Metro Viral Kiss

চুমু-কাণ্ডে ‘জন্তু’ মন্তব্য মমতা শঙ্করের, ঝাঁঝালো আক্রমণ ঋদ্ধির, দিলেন কোন উপদেশ?

কলকাতা মেট্রো স্টেশনে যুগলের চুম্বন প্রসঙ্গে মানুষকে জন্তুর সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতাশঙ্কর। এই প্রসঙ্গে চাঁছাছোলা আক্রমণ শানালেন অভিনেতা ঋদ্ধি সেন, দিলেন কোন উপদেশ?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৭
কলকাতায় মেট্রোয় চুমু-কাণ্ডে মমতা শঙ্করকে বিঁধলেন ঋদ্ধি।

কলকাতায় মেট্রোয় চুমু-কাণ্ডে মমতা শঙ্করকে বিঁধলেন ঋদ্ধি। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট। চুমু খেতে ব্যস্ত যুগল। খোদ কলকাতায় এমন কীর্তিতে হইচই সমাজমাধ্যমে। নতুন প্রজন্ম ওই যুগলকে সমর্থন করে তাঁদের পক্ষ নিয়েছে। তাঁদের মতে, ‘যা করেছে বেশ করেছে’। আবার সমাজের একাংশ ব্যাপারটা ভাল চোখে দেখেনি। তাঁরা প্রকাশ্যে চুম্বনকে খাটো করেই দেখেছেন। ঘটনা খানিক শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে মত অনেকের। ঠিক তেমনই মত নৃত্যশিল্পী-অভিনেত্রী মমতা শঙ্করের। তিনি মেট্রো স্টেশনে চুমু-কাণ্ড প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভাল।’’ তাঁর মতে এই ধরনের ঘটনার কারণেই সমাজে ধর্ষণ বাড়ছে।

Advertisement

এ বার মমতা শঙ্করের এই মন্তব্যে পাল্টা জবাব দিলেন অভিনেতা ঋদ্ধি সেন। বর্ষীয়ান এই অভিনেত্রীর মূল্যবোধে আঘাত লাগা নিয়েই আক্রমণ করেন নতুন প্রজন্মের অভিনেতা। তেমনই বলেন এ সব ‘পচা ভাবনা’। মমতাকে ঋদ্ধি দিলেন উপদেশও।

মাসখানেক আগে শাড়ি পরার ধরন নিয়ে মন্তব্য করে সমালোচিত হন মমতা শঙ্কর। এ বার মেট্রোয় চুমু প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি বিষয়টাকে মোটেও ভাল চোখে দেখছি না। আমি এর বিরুদ্ধে। কারণ এর পর তো সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান, কাল, পাত্রের কোনও জ্ঞান থাকবে না? জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভাল। এই জন্যই তো আজকাল এ সব হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ছোট থেকেই ওরা এ সব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!”

অভিনেত্রীর এ হেন মন্তব্যে কড়া সমালোচনা করেছেন ঋদ্ধি। অভিনেত্রী যে মূল্যবোধ নিয়ে কথা বলেছেন, তাকে হাতিয়ার করেই বিঁধেছেন ঋদ্ধি, ‘‘যে যার ব্যক্তিগত মূল্যবোধের ধারণাকে একটা জাতির ওপর চাপিয়ে দিচ্ছে ইচ্ছে মতো।’’ মমতার প্রকাশ্যে চুমু খাওয়ায় আপত্তি প্রসঙ্গ টেনে ঋদ্ধি বলেন, ‘‘প্রকাশ্যে চুমু খাওয়ার জন্যে সমাজে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে, এই বক্তব্য প্রকাশ্যে বলে নিজের মানসিকতার পরিচয় দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে নিরাপত্তা দখলের লড়াইয়ে ‘রিক্ল্যাইম দ্য নাইট’-এর সঙ্গে সঙ্গে প্রয়োজন ‘রিক্লেইম দ্য রাইট’-এর, প্রয়োজন এই পচা ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।’’

তবে এখানেই থামেননি ঋদ্ধি। মমতা জন্তুর সঙ্গে যে তুলনা টেনেছে সেই প্রসঙ্গে বলেন, ‘‘জন্তুরাও আমাদের থেকে অনেক ভাল। এটা একদম সঠিক, মানুষ প্রকাশ্যে খুন করে আর জন্তুরা প্রকাশ্যে একে অপরকে আদর করে।’’ ঋদ্ধি শেষে সংযোজন করে বলেন, ‘‘ওঁর টিভিতে কেউ বন্যপ্রাণ সংক্রান্ত চ্যানেলটা ইনস্টল করে দিতে পারেন, না হলে ভালোবেসে কেউ জিম করবেট ঘুরতে যাওয়ার একটা টিকিটও পাঠাতে পারেন। আশা করি আপনি আরও মমতাশীল হবেন।’’

Advertisement
আরও পড়ুন