Christmas Day

বড়দিনে কড়া নিরাপত্তা, জনজোয়ার সামলাতে কলকাতার রাস্তায় অতিরিক্ত ২০০০ পুলিশ

লালবাজারের এক কর্তা জানান, ভিড় সামলাতে মঙ্গলবার রাত থেকেই আট জন উপ-নগরপালকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।থাকছে ১১টি নজর-মিনার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:২৩
কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে।

কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে। —ফাইল চিত্র।

বড়দিন উপলক্ষে আজ, বুধবার শহরের নিরাপত্তা কঠোর করা হয়েছে। লালবাজারসূত্রের খবর, বড়দিনে পার্ক স্ট্রিট, চিড়িয়াখানার মতো জায়গায় ভিড় সামলাতে প্রায় ২০০০ জন অতিরিক্ত পুলিশকর্মীকে রাস্তায় নামানো হচ্ছে। সেই সঙ্গে থাকছে প্রতিটি থানার পুলিশ বাহিনীও। লালবাজারের এক কর্তা জানান, ভিড় সামলাতে মঙ্গলবার রাত থেকেই আট জন উপ-নগরপালকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।থাকছে ১১টি নজর-মিনার। শহর জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩০ জন সহকারী নগরপাল, ২৭ জন ইনস্পেক্টর এবং ২৫০ জন সাব-ইনস্পেক্টর।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোটা শহরে ‘পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ’ করা হয়েছে ৪০টি, যেখানে থাকার কথা মহিলা পুলিশকর্মীদের। সিসিক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে ওই নজরদারি করা হবে। এর সঙ্গে আপৎকালীন অবস্থা সামাল দিতে পার্ক স্ট্রিট-সহতিন জায়গায় থাকছে কুইক রেসপন্স টিম। শহরে ঢোকা-বেরোনোর পথে থাকছে নাকা তল্লাশির ব্যবস্থাও।

গত এক সপ্তাহে শহরতলি থেকে শুরু করে জেলায় জঙ্গি সন্দেহে ধরা পড়েছে বেশ কয়েক জন। সেই সঙ্গে বাংলাদেশেরউদ্বেগজনক পরিস্থিতিতে শহরে অনুপ্রবেশের আশঙ্কাও বেড়েছে। এই অবস্থার কথা মাথায় রেখেই সোমবার নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছিলেন কলকাতারনগরপাল মনোজ বর্মা। এর পাশাপাশি, বড়দিন এবং বর্ষবরণের দিনে রাস্তায় অতিরিক্ত বাহিনী নামানোর কথাও জানান তিনি। সেই মতো শহরের রাস্তায় অতিরিক্ত বাহিনী থাকছে বলে পুলিশজানিয়েছে। শহরে মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিমের সঙ্গে মহিলা পুলিশও মোতায়েন করা হচ্ছে। মধ্য কলকাতার বিভিন্ন জায়গায়, যেখানে বিদেশিদেরআনাগোনা রয়েছে, সেখানে সাদা পোশাকের পুলিশের সংখ্যাওবাড়ানো হয়েছে বলে জানিয়েছে লালবাজার।

Advertisement
আরও পড়ুন