Ranveer Singh

Ranveer Singh: নিরাবরণ ফটোশ্যুটের পর আইনি ঝামেলায় রণবীর! নারীদের অনুভূতিতে আঘাতের অভিযোগ

পত্রিকার জন্য সম্পূর্ণ নিরাবরণ ছবি প্রকাশ করে নতুন বিতর্কে রণবীর সিংহ। এ বার বেঁকে বসলেন নারীবাদীরাও।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৯:১২
নারীদের অনুভূতিতে আঘাত হানলেন রণবীর?

নারীদের অনুভূতিতে আঘাত হানলেন রণবীর?

কারও রোমাঞ্চে, কারও বিবমিষায়— এখনও চর্চার কেন্দ্রে রণবীর সিংহের নিরাবরণ ছবির সিরিজ। অভিনেতার পক্ষে এ কাজ উচিত না অনুচিত, এই বিতর্ক উঠতে উঠতেও এক প্রকার ধামাচাপা পড়ে গিয়েছিল প্রশংসার তোড়ে। তবে সোমবার বড়সড় প্রতিবাদ এল মহিলামহল থেকেই।

নারীর অনুভূতিতে আঘাত করেছেন রণবীর! এমনটাই অভিযোগ উঠছে। মুম্বই পুলিশের কাছে তাঁর সাম্প্রতিক নিরাবরণ ফটোশ্যুট নিয়ে অভিযোগ দায়ের করেছেন নারীবাদীরা।

Advertisement

অনাবৃত দেহে কাশ্মীরি গালিচায় আধশোয়া হয়ে ছিলেন রণবীর। চোখেমুখে আবেদন। একগুচ্ছ ছবিতে সে ভাবেই ধরা দিয়েছেন ‘বাজিরাও’। সেই ছবি প্রকাশ্যে আসার পর তুমুল হইচই শুরু হলে অভিনেতা বলেছিলেন, হাজার হাজার মানুষের সামনে অনাবৃত হতে তাঁর কোনও জড়তা নেই।

তবে সেই কথা কি বুক বাজিয়ে কোনও মহিলা বলতে পারতেন? প্রশ্ন করেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ আরও বেশ কিছু তারকা। ছবিগুলো প্রকাশ্যে আসতে সেই প্রশ্নটাই তুলে ধরেছিলেন তাঁরা। কারণ নারী এমন করলেই সর্বনাশ হয়ে যেত! ঢিঢি পড়ে যেত সমাজে। আর রণবীর পুরুষ বলেই বেঁচে গেলেন?

তবে রণবীর যে অত সহজে রেহাই পাবেন না, তা এ বার বুঝিয়ে দিলেন নারীবাদীরাও। যদি এ কাজ মহিলাদের পক্ষে অশোভন হয়, তবে পুরুষ হয়ে তাঁকেও জবাবদিহি করতে হবে— এমনই দাবি জানালেন একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement