Ranveer Singh

Ranveer-Deepika: পোশাকে হিরের দ্যুতি! হাতে-হাত রণবীর-দীপিকা, গর্বিত মণীশও

মিজওয়ান ফ্যাশন শো-তে মণীশ মলহোত্রার পোশাক পরে র‌্যাম্পে হাঁটলেন রণবীর-দীপিকা।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৩:০৯
তারাদের আলোয়

তারাদের আলোয়

দীর্ঘ তিন বছর পর মিজওয়ান ফ্যাশন শো। হাত ধরাধরি করে র‌্যাম্পে রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। হিরের দ্যুতি ঝিকিয়ে উঠছে সর্বাঙ্গে। যুগলে হেঁটে এলেন র‌্যাম্পের মাঝখানে। মণীশ মলহোত্রার নকশা তোলা পোশাকে তারকা-দম্পতি চোখ ধাঁধিয়ে দিলেন দর্শকের। মিজওয়ান ফ্যাশন শো ২০২২-এ মণীশের শো-স্টপার হয়ে র‌্যাম্পে হাঁটলেন স্বামী-স্ত্রী।

শুক্রবার মুম্বইয়ে সেই তারকাখচিত অনুষ্ঠানটির সঞ্চালনায়-ব্যবস্থাপনায় ছিলেন শাবানা আজমি। ছিলেন কর্ণ জোহর, গৌরী খান, বিদ্যা বালন-সহ অন্যান্য তারকা। রণবীরের সঙ্গে র‌্যাম্পে হাঁটার সময় রাজরানির মতো দেখাচ্ছিল দীপিকাকে। তাঁর দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না রণবীরও। র‌্যাম্প পরিক্রমা শেষে মায়ের পাশে গিয়ে বসেন অভিনেত্রী। রণবীরও গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন শাশুড়ি উজ্জ্বলা পাড়ুকোনকে। সেই ছুতোয় চুম্বন এঁকে দেন স্ত্রী দীপিকার গালেও। আশপাশে সকলে তখন অপলক তাকিয়ে।

Advertisement

এক সাক্ষাৎকারে সঞ্চালক শাবানা রণবীর-দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘‘এই দম্পতি জৌলুস, শক্তি এবং সাহসের প্রতিনিধিত্ব করে। ওদের জন্যই মিজওয়ান ফ্যাশন শো জমে গেল!’’ শাবানার মতে, দীপিকা নিজে বলিষ্ঠ ব্যক্তিত্ব, নারীর ক্ষমতায়নে নিরন্তর কাজ করেন। তাঁর স্বামী হিসেবে আদর্শ মানুষ রণবীরও।

Advertisement
আরও পড়ুন