Rape Case in Nadia

‘কল্যাণী এমসে চাকরি আছে’, বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে ‘ধর্ষিতা’ দুই তরুণী! ধৃত অভিযুক্ত

দুই ‘নির্যাতিতা’র বয়স ২০ বছরের মধ্যে। দু’জন পুলিশকে জানিয়েছেন, সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেখে কল্যাণী এলাকায় এক ব্যক্তির কাছে যান তাঁরা। কিন্তু বাড়িতে আটকে রেখে তাঁদের ধর্ষণ করা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ২১:৫৫

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

‘কল্যাণী এমসে কর্মখালি’। সমাজমাধ্যমে এমনই একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন দুই তরুণী। অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ধর্ষণ করেছেন ‘বিজ্ঞাপনদাতা’। অভিযোগ পেতেই এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। দায়ের হয়েছে পকসো আইনে মামলা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, কল্যাণীর কেন্দ্রীয় হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৩ বছরের এক ব্যক্তিকে। অভিযোগকারিণীদের স্বাস্থ্যপরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। দুই ‘নির্যাতিতা’র বয়স ২০ বছরের মধ্যে। তাঁরা পুলিশকে জানিয়েছেন, সমাজমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেখে নদিয়ার কল্যাণী এলাকায় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। কিন্তু তাঁদের একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

অভিযুক্ত আদতে উত্তর ২৪ পরগনার বাসিন্দা। কল্যাণীতে একটি বাড়ি ভাড়া করে থাকতেন। সমাজমাধ্যমে কর্মখালির যে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে যোগাযোগের জন্য ওই ভাড়াবাড়ির ঠিকানা দিয়েছিলেন। সেটা দেখেই দুই চাকরিপ্রত্যাশী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই ওই ঘটনা।

দুই ‘নির্যাতিতা’র অভিযোগ, একটি বাড়িতে তাঁদের আটকে অভিযুক্ত ধর্ষণ করেছেন। এ নিয়ে কাউকে কিছু বললে তাঁদের খুন করে দেওয়া হবে বলে শাসান ওই ব্যক্তি। প্রথমে কাজ পাওয়ার লোভ এবং প্রাণভয়ে মুখ বন্ধ রেখেছিলেন তাঁরা। কিন্তু পরে ভুল বুঝতে পেরে বাড়ির লোকজনকে সব কথা জানান। অভিভাবকেরা দুই তরুণীকে নিয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেন। তার পরেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, অভিযুক্ত যে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেটি ভুয়ো। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে লোক ঠকানোর ফন্দি করেছিলেন অভিযুক্ত। ওই ব্যক্তি কোন পেশার সঙ্গে যুক্ত খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি দুই তরুণীর স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন