Deepika Padukone Ranveer Singh

অন্তঃসত্ত্বা দীপিকার বিয়ের সব ছবি মুছলেন রণবীর, সেপ্টেম্বরে সন্তান আগমনের আগেই কি সংসারে ভাঙন?

‘বেবিমুন’- এ রয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাঁর মাঝেই কি এমন হল যে বিয়ের সমস্ত ছবি সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দিলেন রণবীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১৮:১২
বিয়ের দিন রণবীর-দীপিকা।

বিয়ের দিন রণবীর-দীপিকা। ছবি: সংগৃহীত।

সেপ্টেম্বরেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দিন কয়েক আগে পর্যন্ত শুটিং চালিয়ে গিয়েছেন দীপিকা। রোহিত শেট্টির পরিচালনায় ‘সিংহম ৩’ ছবিতে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। যদিও এই মুহূর্তে তিনি না কি স্বামীর সঙ্গে ‘বেবিমুন’- রয়েছেন। কিন্তু তাঁর মাঝেই কি এমন হল যে বিয়ের সমস্ত ছবি সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দিলেন রণবীর।

Advertisement

পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা-রণবীর। সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাঁদের। বিয়ের পর নিজেদের সমাজমাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এই মুহূর্তে দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগলে। নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। কিন্তু আচমকাই যেন ছন্দপতন, বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হল তাঁদের!

এ বছর ‘মেট গালা’য় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। খানিকটা প্রচারের আলো থেকে দূরে। চর্চায় নেই দীপিকার সাজ-পোশাক সেই জায়গায় এ বছর ‘মেট গালা’য় নজর কেড়েছেন আলিয়া। নিন্দকের বলছেন প্রচারের থাকার জন্য এমনটা করেছেন অভিনেতা। অতীতে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা।সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা। তবে কি এ বার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি! না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, সময় বলবে।

Advertisement
আরও পড়ুন