Ranbir Kapoor

Ranbir Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ে, সন্তানের আগমনবার্তা, কতটা বদলে গেলেন রণবীর?

এক দিকে সংসার, অন্য দিকে কাজের চূড়ান্ত ব্যস্ততা। কতটা পরিবর্তন এল রণবীর কপূরের জীবনে?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২১:১৪
কী পরিবর্তন এল রণবীরের জীবনে?

কী পরিবর্তন এল রণবীরের জীবনে?

এক বিন্দু নিশ্বাস ফেলার সময় নেই! নতুন ছবি ‘সমশেরা’র প্রচারে চূড়ান্ত ব্যস্ত রণবীর কপূর। তার সঙ্গে আবার কিছু দিন পরেই মুক্তি পাবে আলিয়া-রণবীর জুটির ‘ব্রহ্মাস্ত্র’। ২০২২-সালটা যে নায়কের বেশ ব্যস্ততাতেই কাটতে চলেছে, তা বেশ অনুমান করা যায়। এ দিকে, এপ্রিলেই বিয়ে সেরেছেন। সদ্য জানা গিয়েছে, স্ত্রী আলিয়া ভট্ট মা হতে চলেছেন! সব মিলিয়ে কি পাল্টে গেল রণবীরের জীবন?

সেটাই এখন লাখ টাকার প্রশ্ন! অনুরাগীদের কৌতূহলও বাড়ছে। হবু বাবার জীবন দর্শনে কি কোনও পরিবর্তন এল? মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে তার হদিস দিয়েছেন অভিনেতা নিজেই। অভিনেতা জানান, কিছু দিন আগেই তাঁর হিসাবরক্ষক সমস্ত সম্পত্তি উইল করার প্রস্তাব দেন। তা শুনেই বেজায় ঘাবড়ে গিয়েছেন নায়ক।

Advertisement

রণবীর বলেন, “আমি এত তাড়াতাড়ি মারা যাব নাকি! এখন সম্পত্তি উইল করার কী দরকার? আপাতত জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছি আমি।”

বাড়িতে নতুন অতিথি আসার খবরে সরগরম কপূর ম্যানসন। সেই উত্তেজনা আবারও প্রকাশ পেল রণবীরের কথায়। অভিনেতা বলেন, “আপাতত আমার সন্তানের অপেক্ষায় দিন গুনছি। ভাবছি আমি কেমন বাবা হব। সে যখন আসবে, তখন ঠিক কী অনুভূতি হবে।”

বর্তমানে বাঁচছেন। জীবনের এই অমূল্য সময়টাকে মনপ্রাণ দিয়ে উপভোগ করছেন। ভবিষ্যৎ নিয়ে আপাতত ভাবতেই রাজি নন ঋষি ও নীতু কপূরের পুত্র।

Advertisement
আরও পড়ুন