Alia Bhatt

আলিয়া-রণবীরের মধ্যে কেউ নয়, রাহা ভক্ত হয়েছে কপূর পরিবারের কোন সদস্যের?

মা-বাবা নয়, কপূর পরিবারের কোন সদস্যের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ রাহা?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:৫০
রণবীর-আলিয়ার মেয়ে রাহা ভক্ত কপূর পরিবারের বিশেষ সদস্যের।

রণবীর-আলিয়ার মেয়ে রাহা ভক্ত কপূর পরিবারের বিশেষ সদস্যের। ছবি: ইনস্টাগ্রাম।

কপূর পরিবারের সদস্যরা এই মুহূর্তে ব্যস্ত একরত্তি রাহাকে নিয়ে। এ দিকে রণলিয়ার মেয়েকে দেখার জন্য উদ্‌গ্রীব তাঁদের অনুরাগীরা। কিন্তু দেখার উপায় নেই। আলিয়া এবং রণবীর আগেই জানিয়েছেন, দু’বছর বয়স হওয়ার আগে মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না। কিন্তু রাহা কী ভাবে বড় হয়ে উঠছে, কী করে সারা দিন? সব কিছুই জানতে উৎসাহী রণলিয়ার অনুরাগীরা। কিন্তু এ বার কপূর পরিবারের এক ঘনিষ্ঠ জানালেন, কার ভক্ত হয়েছ ছোট্ট রাহা।

Advertisement

মা আলিয়া কিংবা বাবা রণবীর কপূর নয়, রাহা সব থেকে বেশি ঘনিষ্ঠ তার ঠাকুরমা নীতু কপূরের। পরিবার সূত্রের খবর, রাহা আকারে-ইঙ্গিতে সব থেকে বেশি কথা বলে ঠাকুরমার সঙ্গেই। নাতনি ও ঠাকুরমার এই ঘনিষ্ঠতায় খুশি আলিয়া। কোনও দিন নাতনিকে দেখতে যাওয়া সম্ভব না হলে ভিডিয়ো কলেই নীতু কথা সারেন ছোট্ট রাহার সঙ্গে।

Advertisement
আরও পড়ুন