হুমকি পেতেই কী বললেন রাজপাল? ছবি: সংগৃহীত।
সবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সইফ আলি খান। একেবারে বাড়ির ভিতর ঢুকে কোপানো হয়েছিল তাঁকে। এই ঘটনার পর থেকে আতঙ্কে বলিউড। অনেকেই প্রশ্ন তুলেছেন মু্ম্বইয়ের সুরক্ষা, নিরপত্তা নিয়ে। মাত্র এক দিনের ব্যবধানে ফের চাঞ্চল্য টিনসেল টাউনে। এ বার পাকিস্তান থেকে ইমেল মারফত এল হুমকি। কপিল শর্মা থেকে শুরু করে অভিনেতা রাজপাল যাদব, পরিচালক রেমো ডিসুজ়ার কাছে পৌঁছল হুমকি। থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন কৌতুকাভিনেতা রাজপাল। এমন হুমকি পেয়ে কি ঘাবড়ে গিয়েছেন অভিনেতা?
পুলিশের কাছে যে ইমেলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকা ভাবে নেবেন না। আমরা আপনাদের নিত্য জীবনযাপনের উপর নজর রাখছি।’’ এই হুমকিবার্তা এড়িয়ে গেলে পরিণতি আরও খারাপ হতে পারে, এ-ও বলা হয়েছে। এর পরই আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন রাজপাল। অভিনেতা বলেন, ‘‘আমি সাইবার অপরাধ দমন ও পুলিশ বিভাগকে গোটা বিষয়টি জানিয়েছি। আরও কারও সঙ্গে কথা বলিনি। কারণ এটা আমার কাজ নয়। আমি আমার অভিনয় দিয়ে আট থেকে আশির মন জয় করার চেষ্টা করি। এই বিষয়ে কিছু বলার হলে সংশ্লিষ্ট সংস্থা যা বলার বলবে।’’