Rahul Arunoday Banerjee

‘ছোট’ প্রযোজনা সংস্থায় আন্তরিকতা অনেক বেশি, ব্যক্তিগত উপলব্ধি রাহুলের

একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৯:০৫
Rahul Arunoday Banerjee shares his working experience before the release of the film Fotema

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

আতিউল ইসলাম পরিচালিত ছবি ‘ফতেমা’ ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে। ছবির বিষয়বস্তু সাম্প্রদায়িক সম্প্রীতি। এক হিন্দু পুরোহিতের বাড়িতে একজন মুসলমান মহিলা আশ্রয় পেলে, বিষয়টিকে সমাজ বাঁকা নজরে দেখতে শুরু করে। ছবিতে এই পুরোহিতের চরিত্রে অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

এই ছবি নির্বাচন করলেন কেন রাহুল? অভিনেতার সোজা উত্তর, ‘‘বিষয়বস্তুর জন্য। এই সময়ে দাঁড়িয়ে এ রকম একটা ছবির প্রয়োজন।’’ ইদানীং একটু সংবেদনশীল বিষয় নিয়ে ছবি তৈরি হলেই বিতর্ক দানা বাঁধে। এই ছবিতে রাজি হওয়ার সময়ে অবশ্য সে রকম কোনও ধারণা অভিনেতার মনে কাজ করেনি। রাহুলের কথায়, ‘‘আমার মনে হয় না, কোনও সমস্যা হতে পারে। কারণ এই ছবিতে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে।’’

Advertisement
Rahul Arunoday Banerjee shares his working experience before the release of the film Fotema

‘ফতেমা’ ছবির একটি দৃশ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

তথাকথিত ছোট বাজেটের ছবি। রাহুল এবং লাবণী সরকার ছাড়া ছবির বাকি অভিনেতারাও ততটা পরিচিত নন। টলিপাড়ার একাধিক নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেন রাহুল। ‘ছোট’ মাপের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে? অভিনেতার গলায় উল্টো সুর। বললেন, ‘‘ছোট প্রযোজনা সংস্থায় আন্তরিকতা অনেক বেশি। এখনও সেখানে ততটা পেশাদার মনোভাব দেখা যায় না।’’ কথা প্রসঙ্গেই এই ছবির উদাহরণ দিলেন অভিনেতা। বললেন, ‘‘আমাদের ছবির শুটিং হয়েছিল মুর্শিদাবাদে। পাশাপাশি ওখানকার মানুষের আন্তরিকতা ভোলার নয়। এখনও আমার বাড়িতে ওঁরা সব্জি পাঠান।’’

তবে ইন্ডাস্ট্রিতে সেই ভাবে প্রতিষ্ঠিত নয়, এ রকম প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ছবির ভবিষ্যৎ তাঁকে কিছুটা হলেও ভাবায় বলেই জানালেন রাহুল। কিন্তু একই সঙ্গে বললেন, ‘‘আমি অভিনেতা। ফলে অভিনয়ের উপরেই জোর দিতে পারি। অভিনয় ভাল হলে হয়তো ছবিটা দেখতে আরও বেশি সংখ্যক মানুষ হলে আসবেন। এর বেশি তো আমার কোনও ক্ষমতা নেই।’’ বড় বা ছোট সংস্থা— অভিনয়ের ক্ষেত্রে এই ধরনের কোনও ছুতমার্গে বিশ্বাস করেন না রাহুল। তাঁর কথায়, ‘‘প্রদীপ্ত ভট্টাচার্য ছোট আকারে প্রায় গেরিলা পদ্ধতিতে শুটিং করে। তার মানে কি আমি ওর ছবিতে কাজ করব না! ওর ফ্লোরে সকলের এক খাবার, এক রকম থাকার ব্যবস্থা। আমি নিজেও এই বিষয়টা পছন্দ করি।’’

এই মুহূর্তে ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রাহুল। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ব্যোমকেশ ওয়েব সিরিজ় এর ডাবিংও শেষ করেছেন অভিনেতা। জানালেন, বেশ কিছু নতুন কাজের প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত তা খোলসা করতে চাইলেন না অভিনেতা।

Advertisement
আরও পড়ুন