Pushpa 2 trailer launch

বিহারে বিপত্তি! ‘পুষ্পা ২’-এর ট্রেলার লঞ্চে গিয়ে অল্লু-রশ্মিকা দেখলেন উড়ে আসছে জুতো

অল্লু-রশ্মিকাকে একবার দেখার জন্য সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়েন দর্শকরা। বিহারে গিয়ে কোন পরিস্থিতির মুখে পড়লেন অভিনেতারা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৪:১৬
‘পুষ্পা ২’ এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বিশৃঙ্খলা।

‘পুষ্পা ২’ এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বিশৃঙ্খলা। ছবি: পিটিআই।

মোট পাঁচটি ভাষায় এ বার মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। দু’বছরের বেশি সময় ধরে চলেছে শুটিং। বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন ধরনের প্রচার পরিকল্পনা করেছে টিম ‘পুষ্পা ২’। দীর্ঘ প্রতীক্ষার পর ১৭ নভেম্বর মুক্তি পেল ছবির ট্রেলার। এই ট্রেলার মুক্তি অনুষ্ঠানটি ছিল পটনার গান্ধী ময়দানে। সশরীরের উপস্থিত ছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা। তাঁদের দেখতে সকাল থেকে ভিড় জমতে থাকে গান্ধী ময়দান চত্বরে। যদিও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। কিন্তু অল্লুকে এক বার কাছ থেকে দেখার উত্তেজনা যেন ধরে রাখতে পারেনি জনতা। এক সময় ভেঙে যায় ব্যারিকেড। তার পরই লাঠি চার্জ করতে হয় পুলিশকে।

Advertisement

অনুষ্ঠান শুরুর দিকে ভিড় ততটা না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল। এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অল্লু-রশ্মিকাকে একবার দেখার জন্য সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়ে দর্শকরা। মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। উপস্থিত দর্শকের মধ্যে কিছু মানুষ ব্যারিকেড ভেঙে দেন। তারকাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকেন তাঁরা। বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ছুড়তে থাকে জুতো, হাওয়াই চটি। মাত্র কয়েক মুহূর্ত মঞ্চে থেকেই বেরিয়ে যান অল্লু-রশ্মিকারা। এই ঘটনা প্রসঙ্গে পাটনার সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ রাজিব মিশ্র বলেন, ‘‘সকলের উপর লাঠিচার্জ করেনি পুলিশ। যাঁরা ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁদেরই সরিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন