(বাঁ দিকে) বাসু ভাগনানি। আলি আব্বাস জ়াফর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
চলতি বছরে মুক্তি পায় আলি আব্বাস জ়াফর পরিচালিত ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। অক্ষয় কুমার অভিনীত ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তারই মধ্যেই প্রযোজক বাসু ভাগনানি এবং পরিচালকের মধ্যে বিবাদ আদালত পর্যন্ত পৌঁছেছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে ছবিতে আর্থিক তছরুপের অভিযোগ আনেন।
সম্প্রতি বাসুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আলি। কিন্তু সেই অভিযোগ এ বার মুম্বইয়ের বান্দ্রার দায়রা আদালত খারিজ করে দিল। সেই সঙ্গে আদালত জানিয়েছে যে, বাসু চাইলে আলির বিরুদ্ধে মামলা করতে পারেন। আলাদালতের নির্দেশ অনুসারে বান্দ্রা থানা রবিবার আলি এবং ছবির আরও দুই সহ-প্রযোজকের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, শুটিংয়ের সময় তাঁরা প্রযোজকের বিরুদ্ধে আর্থিক যড়যন্ত্র করেছেন। তা ছাড়াও তাঁদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগও আনা হয়েছে।
বাসু তাঁর অভিযোগে জানিয়েছেন, প্রথমে ছবির বাজেট বলা হয় ১২৫ কোটি টাকা। সেই মতো শুটিং শুরু হয়। কিন্তু পরে পরিচালক বাজেট ১৫৪ কোটি টাকা ধার্য করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, বাজেট বাড়ানো সত্ত্বেও পরিচালক কোন খাতে কত টাকা খরচ করেছেন, তার হিসেব দেখাতে পারেননি। শুটিংয়ের জন্য ব্যবহৃত ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র, বিদেশে হোটেল খরচের ক্ষেত্রেও পরিচালক অহেতুক টাকা নয়ছয় করেছেন।
অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশ ইতিমধ্যেই বিষয়টির তদন্ত শুরু করেছে। ইন্ডাস্ট্রির অন্দরে খবর, অভিযোগের পাল্টা উত্তর দেওয়ার জন্য আলি আইনি পরামর্শ করছেন।