Shah Rukh Khan

‘শাহরুখ শুধু অসুন্দর মহিলাদের সঙ্গেই মেশেন’, প্রীতির গলায় কেন এমন আক্ষেপের সুর?

একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা। ছবি ছাড়াও দেশ-বিদেশের অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন এই জুটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৩:৫০
Preity Zinta once said that Shah Rukh Khan only engages with unattractive women

শাহরুখ খান ও প্রীতি জ়িন্টা। ছবি-সংগৃহীত।

শাহরুখ খান নাকি অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন। এক সাক্ষাৎকারে এই দাবি করেছিলেন অভিনেত্রী প্রীতি জ়িন্টা। তবে সেই দাবির যথাযথ জবাবও দিয়েছিলেন শাহরুখ।

Advertisement

একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ ও প্রীতি। ছবি ছাড়াও দেশ-বিদেশের অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। সংবাদমাধ্যমের সামনেই একাধিক বার প্রীতি জানিয়েছেন, তিনি শাহরুখকে কতটা পছন্দ করেন! সম্প্রতি শাহরুখ ও প্রীতির একটি ভিডিয়ো-সাক্ষাৎকার নেটদুনিয়ায় ছড়িয়েছে।

সেই ভিডিয়োয় প্রীতি দাবি করেছেন, অসুন্দর মহিলাদের সঙ্গে শাহরুখ বেশি কথা বলেন। প্রীতি বলেছেন, ‘‘একটি জিনিস আমায় অবাক করত। আমরা কোথাও গেলে তুমি কোনও মহিলাকে ডাকতে, কিন্ত কেন শুধু অসুন্দর মহিলাদেরই তুমি ডেকে আনতে?’’

এর উত্তরে শাহরুখ বলেন, ‘‘আমার তাঁদের সুন্দর লাগত। আমার সব মহিলাদের সুন্দর লাগে। আমি চাই, সারা জীবন মহিলারা আমায় ঘিরে থাকুন। মহিলারা সচেতন, ভদ্র, নম্র, সুন্দরী। মহিলাদের গায়ের গন্ধ সুন্দর, তাঁদের কণ্ঠস্বর সুন্দর, তাঁরা সুন্দর। আমার মহিলাদের খুব খুব ভাল লাগে। আর আমি এটা লুকোই না। কিন্তু আমার এই ভালবাসায় কোনও শারীরিক টান নেই। বা সম্পর্ক তৈরি করারও কোনও উদ্দেশ্য নেই। আপনারা যেমন, তেমন থাকুন। আমি আপনাদের ভালবাসি। আমি আপনাদের ভালবেসে যাব।’’

তবে প্রীতির এই মন্তব্যে চটেছেন নেটাগরিকের একাংশ। কেউ বলছেন, ‘‘প্রীতিকে খুবই ক্ষুদ্রমনার মতো লাগছে। যাঁরা দেখা করতে আগ্রহী, শাহরুখ নিশ্চয়ই তাঁদেরই ডাকতেন। সৌন্দর্যের কথা ভেবে মনে হয় না তিনি কাউকে ডাকতেন বা ডাকেন। সেই সব মহিলারা শাহরুখকে ভালবাসেন। তাই তাঁদের ডাকতেন বা ডাকেন।’’

উল্লেখ্য, প্রীতি ও শাহরুখ একসঙ্গে জুটি বেঁধেছেন ‘দিল সে’, ‘বীর জ়ারা’, ‘কাল হো না হো’ এবং ‘কভি অলভিদা না কেহনা’র মতো ছবিতে।

Advertisement
আরও পড়ুন