পরীমণি
পরীমণির আইনজীবী মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ধৃত অভিনেত্রীর জামিনের আবেদন করেন আবার। হাকিম রেজাউল করিম চৌধুরী আবেদনটি গ্রহণ করেছেন। আপাতত কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে পরীমণিকে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে তাঁকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত বাংলাদেশের নায়িকা পরীমণির জামিন বাতিল হয় শুক্রবার। তাঁকে পাঠানো হয় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। বাংলাদেশের অনেক শিল্পী, সমাজকর্মী পরীমণির জামিন নাকচের বিরোধিতায় মুখর হন, পথে নামেন।
পরীমণির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেছেন নায়ক শাকিব খান, অভিনেত্রী বাঁধন, গায়ক আসিফ, কোনাল প্রমুখ। মানববন্ধনে সামিল হয়েছেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মীয়মাণ চলচ্চিত্র ‘প্রীতিলতা’র পরিচালক রাশেদ পলাশও। উল্লেখ্য, এই ছবিতে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। পরীমণির গ্রেফতারে আটকে গিয়েছে ছবির কাজ।