barcelona

শেষ পাঁচ ম্যাচে তিন হার! খেই হারিয়েছে বার্সেলোনা, লিগ তালিকায় পিছোচ্ছে মেসির পুরনো ক্লাব

খেই হারিয়েছে বার্সেলোনা। যে দলকে লা লিগার শুরু থেকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, সেই দলই শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে। ফলে শীর্ষস্থান হারিয়েছে লিয়োনেল মেসির পুরনো ক্লাব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৭:২০
football

হতাশ রবার্ট লেয়নডস্কি। শেষ পাঁচ ম্যাচে তিনটিতে হেরেছে তাঁর দল। —ফাইল চিত্র।

সময়টা ভাল যাচ্ছে না বার্সেলোনার। খেই হারিয়েছে তারা। যে দলকে লা লিগার শুরু থেকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল, সেই দলই শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে। ফলে শীর্ষস্থান হারিয়েছে লিয়োনেল মেসির পুরনো ক্লাব।

Advertisement

শেষ পাঁচটি ম্যাচের মধ্যে একমাত্র মায়োরকাকে হারিয়েছে বার্সা। লা পামাস, লেগানেস ও আতলেতিকো মাদ্রিদের কাছে হারতে হয়েছে। রিয়াল বেটিসের বিরুদ্ধে ড্র করেছে কাতালান ক্লাব। তার মধ্যে শেষ হার আতলেতিকোর বিরুদ্ধে। ৩০ মিনিটের মাথায় পেদ্রির গোলে এগিয়ে যাওয়ার পরেও জিততে পারেনি তারা। ৬০ মিনিটে রদ্রিগো দি পল ও সংযুক্তি সময়ে আলেকজ়ান্ডার সরলথের গোলে জেতে আতলেতিকো।

কিন্তু কেন এই অবস্থা হল বার্সার। শুরুতে একের পর এক ম্যাচ সহজেই জিতছিলেন রবার্ট লেয়নডস্কি, রাফিনহা, লামিন ইয়ামালদের দল। কোচ হান্সি ফ্লিকের প্রশংসা হচ্ছিল। এমনকি, চলতি মরসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছিল বার্সা। শুরুতে হাই লাইন ডিফেন্স খেলে প্রতিপক্ষকে বোকা বানাচ্ছিল বার্সা। তাদের সেই পরিকল্পনা এখন আর কাজে দিচ্ছে না। পাশাপাশি ইয়ামাল চোট পেয়েছেন। নেই প্রধান গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। ফলে দলের ভারসাম্য ব্যাহত হয়েছে। বার্সার বেশির ভাগ ফুটবলারের বয়স কম। এত বড় লিগে অভিজ্ঞতার একটা দাম রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আতলেতিকো ও রিয়াল বার্সাকে টেক্কা দিতে শুরু করেছে।

আতলেতিকোর কাছে হেরে দ্বিতীয় স্থানে নেমেছে বার্সা। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। এক ম্যাচ কম খেলে শীর্ষে আতলেতিকো। তাদের পয়েন্ট ৪১। বার্সা যেখানে শেষ পাঁচটি ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়েছে সেখানে আতলেতিকো শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট পেয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। রবিবার জিতলে তারাও বার্সাকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবে। প্রথম দিকে হোঁচট খাওয়া রিয়াল শেষ পাঁচটি ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। অর্থাৎ, যেখানে বার্সা একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছে সেখানে আতলেতিকো ও রিয়াল পয়েন্ট তুলে নিচ্ছে। আর তাতেই পিছিয়ে পড়ছে বার্সা।

Advertisement
আরও পড়ুন