parambrata chatterjee

Parambrata: কমরেড, বন্ধুকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন পরমব্রত, পিয়া লিখলেন, ‘তোমায় মিস করব’ 

কোভিড রোগীদের জন্য ‘সিটিজেনস রেসপন্স’ নামে যে উদ্যোগ তাঁরা শুরু করেছিলেন, সেখানে এক সঙ্গে কাজ করতেন পরমব্রত এবং পিয়া।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২১:৩৬
পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়।

অনুপম রায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে পিয়ার সঙ্গে ছবি দিয়েছেন তিনি। সেখানে তাঁদের সঙ্গেই অবশ্য দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায় এবং অনুষা বিশ্বনাথনকে । ছবি দিয়ে পরমব্রত লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু, কমরেড, ভরসার মানুষ। চলো অনেক সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি। ঠিক যে রকমটা তুমি চেয়েছিলে জন্মদিনে।’

গত ২৭ জুন পরমব্রতর জন্মদিনে একটি পোস্ট করেছিলেন পিয়া। পরমব্রতর সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন। আরও অনেক স্মৃতি তৈরি করব আমরা।’ বন্ধুর সেই ইচ্ছের কথাই তাঁর জন্মদিনে যেন আরও একবার মনে করিয়ে দিলেন পরমব্রত।

Advertisement

মূলত সমাজ সেবার সুবাদেই পরমব্রতর সঙ্গে বন্ধুত্ব পিয়ার। কোভিড রোগীদের সাহায্যের জন্য ‘সিটিজেনস রেসপন্স’ নামে যে উদ্যোগ তাঁরা শুরু করেছিলেন, সেখানে এক সঙ্গে কাজ করতেন পরমব্রত এবং পিয়া। কাজের বাইরেও বন্ধুদের সঙ্গে আড্ডা জমত তাঁদের। তবে জন্মদিনে বন্ধুর সঙ্গে দেখা হবে না পিয়ার। পরমব্রতর ছবির মন্তব্য থেকেই সে কথা স্পষ্ট। পিয়া লিখেছেন, ‘কী সুন্দর ছবি! ধন্যবাদ কমরেড। আজ তোমাকে মিস করব। ভালবাসা নিও।’

Advertisement
আরও পড়ুন