Pori Moni On Motherhood

স্তন্যপান না কি কেনা ‘ফর্মুলা’, সন্তান প্রতিপালনে কার পাল্লা ভারী? জানালেন পরীমণি

একা হাতে দুই সন্তান বড় করে তোলার কঠিন দিক কোনটা? নাকি সবটাই সোজা জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৪ ১৭:৪৪
ছেলের সঙ্গে পরীমণি।

ছেলের সঙ্গে পরীমণি। ছবি: ফেসবুক।

পরীমণি যতটা সমালোচিত, ততটাই আলোচিত। তাঁর জনপ্রিয়তা এখন দুই বাংলায়। তাঁর ব্যক্তিগত জীবন বার বার চর্চার বিষয় হয়েছে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। ছেলে পুণ্যের বয়স দেড় বছর। ছেলের জন্মের পরই আলাদা হয়ে যান রাজ-পরীমণি। একা হাতেই ছেলেকে মানুষ করছিলেন। এর মাঝেই দ্বিতীয় বার মা হলেন অভিনেত্রী। এক কন্যাসন্তানকে দত্তক নিলেন তিনি। দুই ছেলে-মেয়েকে নিয়ে ভরা সংসার তাঁর। একা হাতে দুই সন্তানকে বড় করে তোলার কঠিন দিক কোনটা? নাকি সবটাই খুব সহজ? জানালেন অভিনেত্রী।

Advertisement

পরীমণির জীবনে একমাত্র অভিভাবক ছিলেন তাঁর দাদু। যাঁকে অভিনেত্রী 'নানুভাই' নামে সম্বোধন করতেন। দাদুকে হারিয়েছেন। ছেলে পুণ্যকে নিয়েই সংসার চলছিল তাঁর। ছেলেই যে তাঁর পৃথিবী, বার বার এ কথা জানিয়েছেন অভিনেত্রী। দেড় বছরের ছেলে নাকি এখন থেকেই মায়ের যত্ন নেয়। এ বার ঘরে এনেছেন মেয়ে প্রিয়মকে। আন্তর্জাতিক মাতৃদিবসের আগেই এই পদক্ষেপ করেন অভিনেত্রী। যদিও জন্মের পর সাধারণত ছয় মাস শিশুরা মায়ের স্তন্যপানই করে থাকে। ছেলে পুণ্যের ক্ষেত্রে তেমনটাই করেছেন অভিনেত্রী। মেয়ের ক্ষেত্রে অবশ্য অন্য ঝক্কি। মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতেই সেই প্রতিকূলতার কথা লিখলেন অভিনেত্রী। সদ্যোজাতকেই দত্তক নিয়েছেন পরীমণি। ছোট্ট মেয়েকে বোতলের দুধ পান করান অভিনেত্রী। এ দিকে ইদ উপলক্ষে বাড়ির সব সহযোগীরাই প্রায় ছুটিতেই। তাই কাকভোরে উঠে নিজেকেই সব কিছু করতে হচ্ছে। মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে তিনি লেখেন, ‘‘এই সাতসকালে মেয়ের ফিডার পরিষ্কার করতে করতে মনে হল, ছেলের তো এ সব লাগেনি! তা হলে কোনটা কঠিন, ব্রেস্ট ফিডিং, নাকি ফর্মুলা? আসলে, কোনওটাই সহজ নয়।’’

Advertisement
আরও পড়ুন