Bardhaman

ফাঁকা বাড়িতে ডিম ভেজে মদ্যপান, বর্ধমানে সোনাদানা, স্কুটার, নগদ অর্থ নিয়ে চম্পট দিল চোরের দল

চুরির আগে বাড়িতে রান্না করে তারা খাওয়া-দাওয়াও করেছে বলে অভিযোগ মৃত্যুঞ্জয়ের। ডিমভাজা এবং মুড়ি খেয়েছে তারা। ডাইনিং স্পেসে মদের আসর বসিয়েছিল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ২২:০৮
লন্ডভন্ড চলেছে বাড়িতে।

লন্ডভন্ড চলেছে বাড়িতে। — নিজস্ব চিত্র।

ফাঁকা বাড়িতে লুটপাট। শুধু সেখানেই থেমে নেই চোরেরা। গয়না, নগদ চুরির আগে ফ্রিজ থেকে বার ডিম বার করে রান্নাঘরে ভেজে মুড়ি দিয়ে খায়। সঙ্গে মদ্যপান চলে চোরেদের! শেষ পর্যন্ত বাড়ির মালকিনের স্কুটার নিয়ে তাঁরা চম্পট দেয় বলে অভিযোগ। বর্ধমান শহরের বড়নীলপুর উত্তরপাড়ার ঘটনা।

Advertisement

বর্ধমান শহরের বড়নীলপুর উত্তরপাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস। তিনি পেশায় রেলকর্মী। নববর্ষ উপলক্ষে তিনি সপরিবার তাঁর শ্বশুরবাড়ি কাঞ্চননগরে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা সেখানেই ছিলেন। বুধবার সকালে ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। মৃত্যুঞ্জয়ের অভিযোগ, বাড়ির ভিতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে সব কিছু তছনছ করে দেওয়া হয়েছে। আলমারি থেকে প্রায় ১০ ভরি সোনা এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে চম্পট দিয়েছে চোরের দল।

শুধু তাই নয়, চুরির আগে বাড়িতে রান্না করে তারা খাওয়া-দাওয়াও করেছে বলে অভিযোগ মৃত্যুঞ্জয়ের। ডিমভাজা এবং মুড়ি খেয়েছে তারা। ডাইনিং স্পেসে মদের আসর বসিয়েছিল তারা। মৃত্যুঞ্জয়ের কথায়, ‘‘রান্না ঘরের ফ্রিজ থেকে ডিম বার করে ভেজে মদের সঙ্গে খেয়েছে চোরেরা। আটটা ডিম ভেজেছে।’’ তাঁর আরও অভিযোগ, পালানোর সময় তাঁর স্ত্রীর একটি নতুন স্কুটার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন