TRP ratings

একটানা তিন সপ্তাহ শীর্ষে ‘ফুলকি’, টিআরপি তালিকায় প্রথম পাঁচে আর কারা জায়গা করে নিল?

টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ‘ফুলকি’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। আবার বেশ কয়েকটি ধারাবাহিকের নম্বরও কমেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৩২
Phulki tops TRP ratings of Bengali serials from 7th to 13th November 2024 dgtl

‘ফুলকি’ ধারাবাহিকে অভিনয় করছেন (বাঁ দিক থেকে) দিব্যানি মণ্ডল এবং অভিষেক বসু। ছবি: সংগৃহীত।

জ়ি বাংলার ‘ফুলকি’ যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে টিআরপি তালিকায়। ফুলকি-রোহিতের জীবনের চড়াই-উতরাইয়ে মজে ছোট পর্দার দর্শক। তাই চলতি সপ্তাহে তালিকার শীর্ষে নিজের আসন বজায় রেখেছে এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৭.৭।

Advertisement

গত সপ্তাহে তালিকায় চতুর্থ স্থানে ছিল ‘জগদ্ধাত্রী’। কিন্তু এই সপ্তাহে নম্বর বাড়িয়ে ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূরা পেয়েছে ৭। অন্য দিকে ৬.৭ নম্বর পেয়ে অল্প ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে দু’টি ধারাবাহিক— ‘নিম ফুলের মধু’ এবং ‘কথা’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। তবে নম্বর কমেছে ‘কথা’র। গত সপ্তাহে অগ্নিভ এবং কথার গল্প পেয়েছিল ৭.১। পঞ্চম স্থানে রয়েছে শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৩।

Phulki tops TRP ratings of Bengali serials from 7th to 13th November 2024

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

তালিকায় বাকিদের অবস্থান কোথায়, দেখে নেওয়া যাক। চলতি সপ্তাহে ৬.১ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ‘উড়ান’। অন্য দিকে সপ্তম স্থানে রয়েছে দু’টি ধারাবাহিক। ‘আনন্দী’ এবং ‘রোশনাই’— এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৫.৮। অষ্টম স্থানে ৫.৩ নম্বর পেয়ে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। অন্য দিকে ৫.২ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে ‘তেঁতুলপাতা’। চলতি সপ্তাহে তালিকার শেষে, অর্থাৎ দশম স্থানে রয়েছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’।

Advertisement
আরও পড়ুন