Lahoma Bhattacharya

হাসপাতালে লহমা! চলছে স্যালাইন, কী হয়েছে তাঁর? নিজেই জানালেন অভিনেত্রী

শুটিং ফ্লোরে চোট পেয়েছেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। করাতে হয়েছে অস্ত্রোপচার। এখন কেমন আছেন তিনি?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:১১
image of Lahoma Bhattacharya

লহমা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

হাসপাতালে অভিনেত্রী লহমা ভট্টাচার্য। খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। নেটদুনিয়ায় অভিনেত্রীর হাতের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লহমার হাতে স্যালাইনের চ্যানেল।

Advertisement

মঙ্গলবার ‘চালচিত্র’ ছবির একটি বিশেষ গানের শুটিং করছিলেন পরিচালক প্রতিম ডি’গুপ্ত। এই গানে ছিলেন ছবির দুই অভিনেতা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মহেশ্বরী। এই গানে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন লহমা। অভিনেত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সেটে দিনটা কী ভাবে পরিকল্পনা করেছিলাম, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবং আমি ভালই আছি।’’

আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানালেন, শুটিং ফ্লোরে নাচতে গিয়েই চাপ পড়ে তাঁর ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে ঢুকে যায়। ফলে অভিনেত্রীকে তা বার করতে অস্ত্রোপচার করাতে হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘‘শুটিং থেকেই সোজা হাসপাতালে যাই। চিকিৎসকেরা দেখার পর জানান অস্ত্রোপচার করাতে হবে।’’ তবে এখন তিনি অনেকটাই ভাল রয়েছেন। খুশির খবর, বৃহস্পতিবারই অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। লহমাকে দর্শক এর আগে ‘রাবণ’ ও ‘বিয়ে বিভ্রাট’-এর মতো ছবিতে দেখেছেন।

Advertisement
আরও পড়ুন