Yash Dasgupta in Bengali Serial

১০ বছর পর ছোট পর্দায় ফিরছেন যশ! অভিনেতার ইঙ্গিত ঘিরে জল্পনা টলিপাড়ায়, কী জানা গেল?

ছোট পর্দায় ফিরছেন যশ দাশগুপ্ত। অভিনেতার ইঙ্গিত ঘিরে জল্পনা ছড়িয়েছে টলিপাড়ায়। ছোট পর্দায় ‘বোঝে না সে বোঝে না’ ছিল যশ অভিনীত শেষ ধারাবাহিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৪:২৩
image of Yash Dasgupta

অভিনেতা যশ দাশগুপ্ত। ছবি: সংগৃহীত।

ছোট পর্দা থেকেই তাঁর উত্থান। তার পর পা রেখেছেন বাংলা ছবির জগতে। অনেকটা পথ পেরিয়ে এসেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছে, অভিনেতাকে আরও এক বার দেখা যেতে পারে ছোট পর্দায়। টলিপাড়ার অন্দরে শুরু হয়েছে গুঞ্জন।

Advertisement

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে ছোট পর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত নিজেই দিয়েছেন যশ। ওই ভিডিয়োয় অভিনেতা বলেছেন, ‘‘আপনাদের সকলের জন্য খুব ভাল একটা খবর আছে। আমি আবার ফিরে আসছি টিভির পর্দায়। খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে।’’ এই ভিডিয়ো দেখার পরই অভিনেতার অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কারণ, এক সময়ে হিন্দি ধারাবাহিকে অভিনয় করলেও স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এই ধারাবাহিকে তাঁর সঙ্গে মধুমিতা সরকারের জুটি দর্শকের পছন্দ হয়। অরণ্য এবং পাখির জুটির কথা স্মরণ করে সাম্প্রতিক অতীতে ধারাবাহিকটি পুনর্সম্প্রচার করে চ্যানেল।

তা হলে যশ কি আবার কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন? অভিনেতা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ। তবে টলিপাড়ার সূত্রে খবর, যশ কোনও ধারাবাহিকে ফিরছেন না। এই ভিডিয়োটি প্রচারের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এর আগে চ্যনেলেরই ‘উড়ান’ ধারাবাহিকের প্রচারে পর্দায় দেখা গিয়েছিল যশ এবং মধুমিতাকে। এ বারও কি তা হলে কোনও ধারাবাহিকের প্রচারের উদ্দেশ্যে দর্শকের ড্রইংরুমে উপস্থিত হবেন অভিনেতা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে।

Advertisement
আরও পড়ুন