Pawan Kalyan

Pawan Kalyan: আবেগের গুঁতোয় বেসামাল! অনুরাগীর কল্যাণে সকলের সামনেই ‘পপাত ধরণীতলে’ দক্ষিণী তারকা

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। তেলুগু ছবির সুপারস্টার পবন তাঁর জনসেনা দলের একটি কাজে সেখানে পৌঁছেছিলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৫
বেসামাল হয়ে পড়ে গেলেন পবন।

বেসামাল হয়ে পড়ে গেলেন পবন।

আজীবন তাঁকে পর্দায় দেখেছেন। এক বার ছুঁয়ে দেখতে পারলেই যেন স্বর্গ হাতে পাওয়া! কিন্তু সেই স্বর্গ হাতে পেতে গিয়েই গোল বাধিয়ে ফেললেন এক ব্যক্তি। তাঁর আবেগের গুঁতোয় বেসামাল হয়ে সকলের সামনেই ‘ধপাস’ দক্ষিণী তারকা পবন কল্যাণ!

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নরসপূরমে। তেলুগু ছবির সুপারস্টার পবন তাঁর জনসেনা দলের একটি কাজে সেখানে পৌঁছেছিলেন। খবর চাউর হতে যতক্ষণ! অনুরাগীদের ঢল নামে রাস্তায়। ঘিরে ফেলা হয় পবনের গাড়ি। আবদার একটাই— প্রিয় তারকাকে চাক্ষুষ করা। ভক্তদের কথা রাখতেই সাতপাঁচ না ভেবে সোজা গাড়ির ছাদে উঠে দাঁড়ান পবন। আর ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। কোনও কিছুর তোয়াক্কা না করেই গাড়ির ছাদে উঠে পড়েন এক অনুরাগী। ছুটে আসেন পবনকে আলিঙ্গন করতে। কিন্তু সেই সাধ আর পূরণ হল কই! ভারসাম্য রাখতে না পেরে প্রিয় তারকাকে নিয়েই সটান গাড়ির মাথা থেকে নীচে পড়ে যান তিনি। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন পবন। উঠে দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশে হাতও নাড়ান সপ্রতিভ অভিনেতা।

Advertisement

এই ঘটনায় কারও আঘাত লাগেনি ঠিকই। তবে অনুরাগীর এমন আচরণের নিন্দা করেছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন