Bollywood News

এক রাতেই ২০-৩০ লক্ষ টাকা উপার্জন! কী ভাবে? ‘বস্’-এর সামনে অবশেষে মুখ খুললেন ওরি

অনন্যা পাণ্ডে, নিসা দেবগন, জাহ্নবী কপূর, সারা আলি খান! এমনকি রাহুল গান্ধীও। ওরির সঙ্গে ছবি নেই, ভারতে এমন তারকা খুঁজে পাওয়া বেশ কঠিন। বলিউডের ‘সর্ব ঘটের কাঁঠালি কলা’ তকমাও পেয়েছেন ওরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১৪:২৪
Orry finally reveals how he earns on Bigg Boss in front of Salman Khan

ওরহান অবত্রমণি। ছবি: সংগৃহীত।

বছরখানেক আগেও তাঁর নাম জানতেন না কেউ। গত কয়েক মাসে বলিপাড়ায় মধ্যমণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমণি তথা ওরি। জাহ্নবী কপূর, খুশি কপূর থেকে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এমনকি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফের মতো তারকাদের পাশেও দেখা গিয়েছে বলিপাড়ার এই নয়া তারকাকে। তবে এত দিনেও তাঁর পেশা সম্পর্কে ওয়াকিবহাল নন তাঁর বন্ধুরাই। অভিনেতা নন তিনি, পরিচালনা বা প্রযোজনাও করেন না। তা হলে ওরি করেন টা কী? এই উত্তর জানতে উৎসাহ প্রকাশ করেছিলেন খোদ কর্ণ জোহর। এ বার প্রশ্নকর্তা স্বয়ং ‘বিগ বস্’ তথা সলমন খান। কী উত্তর দিলেন ওরি?

Advertisement

গত সপ্তাহ খানেক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে নাকি ‘বিগ বস্’-এর ঘরে পা রাখতে চলেছেন ওরি। সেই অনুষ্ঠানের মঞ্চে সলমনের প্রশ্নের মুখোমুখি ওরি। তাঁকে সব সময় দেখা যায় তারকাদের সঙ্গে পার্টি করতে। কাজ কখন করেন তিনি? আর তাঁর কাজই বা কী? সলমনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওরি জানান, স্রেফ তারকাদের সঙ্গে নিজস্বী তুলে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। ওরির কথায়, ‘‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লক্ষ টাকা রোজগার করি।’’ ওরির এই উত্তর শুনে হতভম্ব সলমন। ভাইজানের স্বগতোক্তি, ‘‘কিছু শেখ সলমন! দুনিয়া কোথায় এগিয়ে গিয়েছে। ওরি নিজস্বী তুলে এত টাকা রোজগার করে। আমি কেন করছি না এটা!’’

এত দিন কাজের প্রশ্নে ওরি বলে এসেছেন, ‘‘আমি নিজের উপর কাজ করছি। নিজের উন্নতির জন্য কাজ করছি।’’ ওরির সেই মন্তব্য নিয়ে মশকরা করতে ছাড়েননি নেটাগরিকরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানান, তিনি নাকি মন খুলে বাঁচতে ভালবাসেন। বাঁচার ইংরেজি প্রতিশব্দ ‘লিভ’, তাই তিনি নাকি ‘লিভার’। ঠিক যেমন যাঁরা অভিনয় বা ‘অ্যাক্ট’ করেন তাঁরা অভিনেতা বা ‘অ্যাক্টর’, আবার যাঁরা আঁকেন বা ‘পেন্ট’ করেন তাঁরা চিত্রশিল্পী বা ‘পেন্টার’। ওরির এই মন্তব্যে আরও অবাক হয়েছেন নেটাগরিকরা। তবে এমন নতুন শব্দবন্ধ আবিষ্কার করার জন্য ওরিকে মজার ছলে কুর্নিশও জানিয়েছেন তাঁরা। অনেকে এমনও মন্তব্য করেন, ‘‘আমরা টুইট করি, তা হলে আমরা টুইটার!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement