Nora Fatehi

গাড়ি নয়, ট্রেনে চড়ে বিয়েবাড়িতে হাজির নোরা! ছবি-ভিডিয়ো দেখে প্রশংসায় অনুরাগীরা

এই প্রথম ট্রেন সফর করলেন নোরা ফতেহি। সেই ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৪
Nora Fatehi attends her team member’s wedding in Ratnagiri shares glimpse of her train journey

(বাঁ দিকে) বিয়ের অনুষ্ঠানে নোরা ফতেহি। প্ল্যাটফর্মে নোরা ফতেহি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তারকারা সাধারণত দামি গাড়ি বা বিমানে সফর করেন। তবে এ বার গন্তব্যে পৌঁছতে ট্রেনে চড়লেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। কিন্তু কেন তিনি হঠাৎ ট্রেনের সফর করলেন?

Advertisement

নোরা সমাজমাধ্যমে সক্রিয়। নিজের খবরাখবর জানাতে সমাজমাধ্যমে নানা পোস্ট করেন অভিনেত্রী। তবে নোরার পোস্ট দেখে জানা গিয়েছে, এই মুহূর্তে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে ব্যস্ত অভিনেত্রী। নোরার টিমের এক সদস্যের বিয়ে হচ্ছে। মহারাষ্ট্রের রত্নগিরি শহরে বিয়ের অনুষ্ঠান। কোনও গাড়ি নয়, ট্রেনে চড়ে সেখানে হাজির হয়েছেন নোরা।

দলের সদস্যের বিয়েতে গিয়েই ফিরে আসেননি নোরা। সেখানে থেকে সমস্ত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সঙ্গীত থেকে শুরু করে গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে অভিনেত্রীকে নাচতেও দেখা গিয়েছে। হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়ে দিয়েছেন নোরা। দুই পরিবারের সদস্যদের সঙ্গে খোশগল্পে মেতেছেন তিনি।

নোরা জানিয়েছেন, গত ৮ বছর ধরে অনুপ নামের ওই সদস্য অভিনেত্রীর ছবি এবং ভিডিয়ো তোলার কাজ করেন। নিজের দলকে নোরা পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকেই তিনি উপস্থিত ছিলেন। নোরার এই পদক্ষেপ অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। তাঁদের একাংশের মতে, সারা বছর যাঁরা একজন তারকার জন্য পরিশ্রম করেন, তাঁদের পাশেও তারকাদের এই ভাবেই দাঁড়ানো উচিত।

আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজ়িক ভিডিয়ো প্রকাশ্যে আসার কথা। পাশাপাশি অভিষেক বচ্চন অভিনীত একটি ছবিতেও অভিনয় করছেন তিনি।

Advertisement
আরও পড়ুন