Virat Kohli

‘বিরাটের নাটক ছাড়া টেস্ট সিরিজ়টাই ক্লান্তিকর হয়ে যাবে’, মত পিটারসেনের

মেলবোর্নে আলোচনার কেন্দ্রে বিরাট। প্রথম দিনেই তিনি অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারেন। যে কারণে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। তবুও বিরাটের প্রশংসা পিটারসেনের গলায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:০৭
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

সকলে যখন বিরাট কোহলির সমালোচনায় ব্যস্ত, তখন তাঁর ‘নাটক’এর প্রশংসা করলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে বিরাটকে ছাড়া টেস্ট ক্রিকেট দেখা ক্লান্তিকর হয়ে যাবে।

Advertisement

মেলবোর্নে আলোচনার কেন্দ্রে বিরাট। প্রথম দিনেই তিনি অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারেন। যে কারণে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। যে ঘটনা নিয়ে সরগরম ক্রিকেট মহল। কারও মতে বিরাটের এমন করাটা উচিত হয়নি। কনস্টাস যদিও মাঠের লড়াই বাইরে আনতে চাননি। তিনি চান মাঠে যা ঘটেছে, তা সেখানেই সীমাবদ্ধ থাকুক।

দ্বিতীয় দিনে আবার যশস্বী জয়সওয়ালের রান আউটের জন্য অনেকে বিরাটকে দায়ী করছেন। ব্যাটারের ডাকে সাড়া দেননি নন-স্টাইকার বিরাট। যে কারণে আউট হয়ে যান যশস্বী। তবে আদৌ ওই বলে রান নেওয়ার চেষ্টা করা উচিত হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন থাকবে। এমন অবস্থা পিটারসেন বলেন, “বিরাট মাঠে নাটক করছে। চলুন দেখা যাক। ভাবুন তো এমন চরিত্র ছাড়া খেলা দেখাটা কত ক্লান্তিকর হয়ে যাবে। বিরাট কেরিয়ার জুড়ে রান করে এটা অর্জন করেছে। বিরাট যা করেছে তার চার ভাগের এক ভাগ করেই অনেকের সফল কেরিয়ার শেষ হয়ে যায়।”

পিটারসেন প্রশংসা করলেও অনেকেই বিরাটের ব্যবহার মেনে নিতে পারছেন না। ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন বিরাট। তিনি এই কাজের তীব্র নিন্দা করেন। বলেন, “বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না।” খুশি হতে পারেননি সুনীল গাওস্করও। বলেন, “দু’জনকেই শাস্তি দেওয়া উচিত।” রিকি পন্টিং বলেন, “কোহলির হাঁটাটা এক বার খেয়াল করুন। সোজা হাঁটতে হাঁটতে ডান দিকে এসে জোর করে ওকে ধাক্কা মারল।”

Advertisement
আরও পড়ুন