Nikhil Jain

Nikhil Jain: নিজের চরকায় তেল দিন, আকারে ইঙ্গিতে কার দিকে আঙুল তুললেন নিখিল জৈন?

এর আগে এই ধরনের বক্তব্য খুব একটা চোখে পড়েনি নুসরতের প্রাক্তনের ইনস্টাগ্রামে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৯:৫৭
নিখিল জৈন

নিখিল জৈন

সোমবার নতুন পোস্টে নতুন বার্তা নিখিলের। এর আগে এই ধরনের বক্তব্য খুব একটা চোখে পড়েনি নুসরতের প্রাক্তনের ইনস্টাগ্রামে। ছবিতে বদল নেই। তাঁর প্রোফাইল ভর্তি শরীরচর্চার ছবি। শরীরচর্চা করে মানসিক ক্ষমতাও বাড়িয়েছেন বলে জানিয়েছিলেন ব্যবসায়ী। সোমবারও সেই জিমের ছবিই দিলেন নিখিল। তবে একইসঙ্গে ধমক দিলেন কাকে?

নিখিলের দু’টি ছবির সঙ্গে নীচে লেখা, ‘সূর্যের রশ্মি তোমার গায়ে এসেই পড়বে যখন জেনেই গিয়েছ, তা হলে নিজের চরকায় তেল দাও।’ ইংরেজি ও হিন্দিতে লেখা, ‘কিপ কাম সে কাম’, সাদা বাংলায় যার অর্থ হয়, ‘নিজের চরকায় তেল দাও।’ এই একই বাক্য নিখিলের টিশার্টেও লেখা।

Advertisement
নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট

নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট

নুসরতের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এখন তিক্ততায় পরিণত হয়েছে। তা নিয়ে নেটাগরিকদের উৎসাহের শেষ নেই। তবে কি তাঁদের দিকেই এ বারে আঙুল তুললেন নিখিল? কিন্তু অধিকাংশ নেটাগরিক তো তাঁর পক্ষ নিয়েই কথা বলছেন! তবে?

Advertisement
আরও পড়ুন