আরিয়ান খান।
১৬ ঘণ্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। শনিবার একটি মাদক পার্টি থেকে আটক করা হয় তাঁকে। এর পরেই এনসিবি-র আধিকারিকরা তাঁকে সোজা নিয়ে যান তাঁদের দফতরে।
রবিবার সকাল থেকেই একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি নিজস্বী তুলছেন আরিয়ানের সঙ্গে। শাহরুখ-পুত্র একটি চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে। সেই ব্যক্তি তাঁর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। অনেকেই মনে করেছেন, এই ছবিটি এনসিবি-র দফতরে সেখানকারই এক আধিকারিক তুলেছেন।
Narcotics Control Bureau (NCB) categorically clarifies that the man in this picture with Aryan Khan is not an officer or employee of NCB pic.twitter.com/jGqjWMTvsi
— ANI (@ANI) October 3, 2021
জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে তারকা-সন্তানের সঙ্গে নিজস্বী কেন তোলা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেন অনেকেই। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যে ব্যক্তিকে আরিয়ানের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তিনি এনসিবি-র কোনও আধিকারিক বা কর্মী নন। তাঁদের মধ্যে কেউই এমন কোনও কাজ করেননি।
শাহরুখের পুত্রকে প্রমোদতরীর পার্টি থেকে আটক করেন এনসিবির সমীর ওয়াংখেড়ে। সেই মাদক পার্টিতে যাঁরা নেশা করছিলেন, তাঁদের বাগে পেতে সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন তিনি।