দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ছবি: সংগৃহীত।
২২ জানুয়ারি রামমন্দিরের প্রতিষ্ঠা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন সেই শহরে। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বছরের শুরু থেকেই সাজ সাজ রব। নানা রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে সে দিনের জন্য। কিন্তু এই রামের নামেই ক্ষমা চাইতে হল নয়নতারাকে। ‘অন্নপূর্ণী’-এর জন্য একের পর এক এফআইআর, হিন্দু সংগঠনের রোষের মুখে মুখে পড়েন শাহরুখের নায়িকা। অবশেষে ‘জয় শ্রী রাম’ লিখে ‘পাপ’ খণ্ডন অভিনেত্রীর।
সমস্যার সূত্রপাত ‘অন্নপূর্ণী’ সিনেমার একটি দৃশ্যকে কেন্দ্র করে। নয়নতারার বিরুদ্ধে অভিযোগ ছিল ছবিতে বেশ কিছু দৃশ্যে নাকি রামকে অপমান করা হয়, এর পর বেশ কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠনের রোষের মুখে পড়েন তিনি। একাধিক এফআইআর দায়ের হয় তাঁর নামে। পরিস্থিতি উত্তপ্ত দেখে নেটফ্লিক্স থেকে তুলে নেওয়া হয় এই ছবি। অবশেষে ক্ষমা চাইতে হল অভিনেত্রীকে।
নয়নতারা সমাজমাধ্যমে পাতায় লেখেন, ‘‘জয় শ্রী রাম, আমি আমার ছবিতে একটা ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু হয়তো নিজেদের অজান্তেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, সেই ছবিকে ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হবে তা ভাবতে পারিনি। আমি কিংবা আমার টিমের কোনও উদ্দেশ্য ছিল না কারও ভাবাবেগে আঘাত করার। এবং এই বিষয়ের গুরুত্ব আমরা বুঝতে পেরেছি। আমি নিজে এক জন ধার্মিক মানুষ, বিভিন্ন মন্দিরে পুজো দিই কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারব না।’’ প্রায় দু’দশকের বেশি সময় ধরে তিনি দক্ষিণী ছবির জগতে অভিনয় করছেন। দক্ষিণের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী তিনি। শেষে নয়নতারার সংযোজন, ‘‘গত দু’দশক ধরে ইন্ডাস্ট্রি কাজ করছি, জীবনের শুরু সময় থেকে সব সময় ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির ক্ষেত্রেও তেমনটাই উদ্দেশ্য ছিল।’’