LIC

এলআইসির হাতে দাবিহীন ৮৮০ কোটি টাকা! এই অর্থ পেতে কী ভাবে আবেদন করবেন?

রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা ‘এলআইসি’র কাছে দাবিদারহীন অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৮০ কোটি টাকা। মেয়াদ উত্তীর্ণ ওই অর্থের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন গ্রাহক বা তাঁর পরিবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৬:০২
LIC unclaimed maturity amount rose to Rs 880 crore know how to apply for that money

—প্রতীকী ছবি।

মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে জীবন বিমার পলিসি। অথচ সেই টাকার নেই কোনও দাবিদার। ফলে বাড়তে বাড়তে জীবন বিমার দাবিদারহীন অর্থের পরিমাণ সাড়ে ৮০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি সংসদে সেই তথ্য পেশ করেছে কেন্দ্র। দাবি না করা বিমার টাকা কী ভাবে গ্রাহক পেতে পারেন, তার হদিশ রইল আনন্দবাজার অনলাইনের এই প্রতিবেদনে।

Advertisement

রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা ‘লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এলআইসির মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবিবিহীন অর্থের তথ্য সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, মোট ৩.৭২ লক্ষ গ্রাহক পলিসির মেয়াদ শেষ হওয়ার পর টাকার দাবি করেননি। ফলে ২০২৩-’২৪ অর্থবর্ষে সেই অর্থের পরিমাণ দাঁড়ায় ৮৮০.৯৩ কোটি টাকা। তবে মেয়াদ উত্তীর্ণ টাকার অঙ্ক কমানোর চেষ্টা করছে এলআইসি। ওই টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের হাতে বা অ্যাকাউন্টে পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১-’২২ আর্থিক বছরে মেয়াদ উত্তীর্ণ এলআইসি পলিসির দাবিহীন অর্থের পরিমাণ ছিল ৬৫২ কোটি টাকা। ঠিক তার পরের অর্থবর্ষে (পড়ুন ২০২২-’২৩) সেই অঙ্ক বেড়ে ৮৯৭ কোটিতে পৌঁছয়। গত আর্থিক বছরে নিম্নমুখী হয়েছে সুচক। ফলে তা ৮৮০.৯৩ কোটিতে নেমে এসেছে।

মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবিহীন টাকাকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে এলআইসি। প্রথমত, কিছু গ্রাহক রয়েছেন যাঁরা পলিসির মেয়াদ শেষে টাকার দাবি করছেন না। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে মৃত্যু পরবর্তী দাবি বা ডেথ ক্লেম। এর আবেদন নিহত গ্রাহকের আপনজন বা পরিবারের সদস্যদের করতে হয়। এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর নাম নমিনি হিসাবে পলিসিতে উল্লেখ থাকতে হবে। এ ছাড়া রয়েছে পেআউট সংগ্রহে ব্যর্থ হওয়া গ্রাহক। তিন বা তার বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ পলিসির টাকার জন্য আবেদন না করলে, ওই অর্থকে দাবিহীন হিসাবে উল্লেখ করে থাকে এলআইসি।

১০ বছর ধরে টাকার জন্য দাবি না করলে সিনিয়র সিটিজ়েন ওয়েলফেয়ার তহবিলে তা স্থানান্তরিত করে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা। তবে দাবিহীন অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং ওই টাকার জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এর জন্য প্রথমেই এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটটির হোমপেজেই মিলবে ‘কাস্টমার সার্ভিস’ নামের অপশন। এর পর তার ভিতরে গেলে ‘অনক্লেইম্ড অ্যাকাউন্ট অফ পলিসিহোল্ডার’ বলে একটি অপশন দেখতে পাবেন গ্রাহক। এ বার সেখানে ক্লিক করতে হবে তাঁকে।

ওই অপশনে ঢুকে পলিসি নম্বর, নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বর দিয়ে লগ ইন করবেন গ্রাহক। তা হলেই দাবিহীন পলিসির যাবতীয় তথ্য দেখতে পাবেন তিনি। সংশ্লিষ্ট অর্থের জন্য আবেদন করতে হলে ওয়েবসাইটেই মিলবে ফর্ম। সেটি ডাউনলোড করে মনোযোগ সহকারে পূরণ করতে হবে গ্রাহককে। শেষে নিকটবর্তী এলআইসি দফতরে জমা করলে টাকা পাবেন তিনি।

Advertisement
আরও পড়ুন