Hariprasad Chaurasia

করোনার জন্য এত দিন আসতে পারিনি,অবশেষে প্রিয় শহর কলকাতায় আসছি: হরিপ্রসাদ চৌরাসিয়া

শেষ দিনে থাকছে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি, তবলায় সমর সাহা ,সরোদে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার তবলায় বিক্রম ঘোষ প্রমুখ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২২:৩১
হরিপ্রসাদ চৌরাশিয়া

হরিপ্রসাদ চৌরাশিয়া ছবি সংগৃহীত।

আগামী ১৯ মার্চ-২২মার্চ, বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজিত হতে চলেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স -এর "বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল"। এই বছর দশম বর্ষ উদযাপন। অনুষ্ঠানের আয়োজক বেহালা সাংস্কৃতিক সম্মিলনী।

প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করবেন পন্ডিত অজয় চক্রবর্তী। দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন পন্ডিত বিশ্বমোহন ভাট ( মোহনবীণা), গানে কৌশিকি চক্রবর্তী। তৃতীয় দিনে থাকছে উস্তাদ শাহীদ পরভেজ-এর সেতার বাদন, পন্ডিত তরুণ ভট্টাচার্য- এর সন্তুর বাদন, বাঁশিতে পন্ডিত রণু মজুমদার, চতুর্থ তথা শেষ দিনে থাকছে পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশি, তবলায় সমর সাহা ,সরোদে পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার তবলায় বিক্রম ঘোষ প্রমুখ।অনুষ্ঠান প্রতিদিন বিকেল ৫:৩০টা থেকে শুরু।

এই আয়োজন নিয়ে হরিপ্রসাদ চৌরাশিয়া বললেন," খুব ভাল লাগছে আবার কলকাতার সুরপ্রেমী শ্রোতাদের বাঁশি শোনাতে পারবো।জানুয়ারি মাসেই আসার ছিল।করোনার তৃতীয় ঢেউ এর জন্য অনুষ্ঠান পিছিয়ে গেল। অবশেষে আসতে পারছি প্রিয় শহর কলকাতায়।"

Advertisement
Advertisement
আরও পড়ুন