Monami Ghosh

রোদ পিছলে যাচ্ছে মনামীর ত্বকে, স্বল্পবাসে দোলনায় দুলে গানেই ইশারা অভিনেত্রীর

অভিনেত্রী শুধু নন, তিনি গায়িকাও। তবে হঠাৎ এক পুরনো গান গেয়ে এলোমেলো করে দিলেন সব। সঙ্গে দিলেন এক বার্তাও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ২০:৫৯
বাংলায় শীতকাল বলে হঠাৎ চমক লাগতে পারে মনামীর পোশাকে। তবে এ দেশে তোলা নয় ভিডিয়োটি।

বাংলায় শীতকাল বলে হঠাৎ চমক লাগতে পারে মনামীর পোশাকে। তবে এ দেশে তোলা নয় ভিডিয়োটি। সংগৃহীত

দোলনায় দুলছেন মনামী ঘোষ। পরনে ট্যাঙ্ক টপ, জিন্‌সের হট প্যান্ট। বক্ষবিভাজিকায় আরামে ঘুমোচ্ছে তাঁর কালো হারের লকেট। ক্যামেরা অন রেখেছেন অভিনেত্রী। দুলুনির তালে তালে দৃশ্যমান পিছনের আবহ। কোনও এক পাহাড়ি উপত্যকায় বেড়াতে গিয়েছেন তিনি। বসার জায়গায় আরও বহু পর্যটককে আবছা দেখা যাচ্ছে।

বাংলায় শীতকাল বলে হঠাৎ চমক লাগতে পারে মনামীর পোশাকে। তবে এ দেশে তোলা নয় ভিডিয়োটি। দৃশ্যমান প্রকৃতি এবং মানুষের ঝলক বলে দিচ্ছে, অন্য কোনও দেশে গ্রীষ্ম উপভোগ করছেন অভিনেত্রী। স্বল্প আবরণেই কাজ চলে যাচ্ছে। তাঁর ত্বকের উপর পিছলে যাচ্ছে সকালের নরম রোদ।

Advertisement

রোদ পোহাতে পোহাতে গাইছেন মনামী। খুব পরিচিত গান। ইমরান হাশমি এবং উদিতা গোস্বামী অভিনীত ‘জ়েহের’ (২০০৫) ছবির সেই গান এক সময় লোকের মুখে মুখে ঘুরত। হলফ করে বলা যায় সেই গানের দৃশ্যও অবিকল মনে রেখেছেন দর্শক। ইমরান দেওয়ালে ঠেসে ধরে চুমু খেয়ে চলেছেন উদিতাকে। তার পর সরে গেলেন, যেন রাগ করেছেন। উদিতা পিছন পিছন এসে নায়কের মান ভাঙাতে ব্যস্ত। হঠাৎ সেই ‘আগর তুম মিল যাও’ মনামীর ঠোঁটে। দোলনায় দুলতে দুলতে সেই গানের সঙ্গেই ঠোঁট মেলাচ্ছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। সঙ্গে বুদ্ধিদীপ্ত ক্যাপশন। লিখেছেন, ‘‘যখন আপনি শুনছেন এক জিনিস আর চোখে ভাসছে আর এক দৃশ্য... ব্যবহার করুন মগজাস্ত্র।’’

ভিডিয়ো দেখে নানা প্রতিক্রিয়া নেটাগরিকদের। কেউ স্বল্পবাসে মনামীকে দেখে মন্তব্য করলেন, “মনে হচ্ছে অভাবী, কাপড় কেনার টাকা নেই”। আবার কেউ কেউ ৪০ বছরের অভিনেত্রীর রূপটানহীন জৌলুসেই মোহিত।

উত্তেজক গানে অনুরাগীদের নস্টালজিক করে ভালবাসায় ভরলেন অভিনেত্রী। অনুরাগীরা মুগ্ধ হয়ে দেখছেন তাঁদের ‘টাপাটিনি গার্ল’কে।

Advertisement
আরও পড়ুন