Mithun Chakraborty

Projapoti: বিধানগরে ডানা মেলল ‘প্রজাপতি’, বহু দিন পরে বাংলা ছবিতে ফিরে রোমাঞ্চিত, দাবি মিঠুনের

‘প্রজাপতি’-র শ্যুটিং উপলক্ষে কলকাতায় মিঠুন। সঙ্গে দেব। আর ‘মৃগয়া’-র পরে আবার মিঠুন-মমতাশঙ্কর জুটি এই ছবিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১৬:৪৮
দেব ও মিঠুন। ফাইল ছবি

দেব ও মিঠুন। ফাইল ছবি

বৃষ্টিভেজা বিধাননগরের সকাল। গাছের পাতার ফাঁকে গলানো সোনার মতোই ঝলমলে রোদ। আই এ ব্লকের কালো পিচের রাস্তায় গাছ থেকে ঝরে পড়া ফুল ছড়ানো। এখানেই মঙ্গলবার রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই ‘প্রজাপতি’ পাখা মেলেছে! পরিচালক অভিজিৎ সেন সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন। প্রযোজক অতনু রায়চৌধুরীর মুখে তৃপ্তির হাসি। ধোঁয়াশা লাগছে? এ দিন থেকেই শ্যুট শুরু বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি ‘প্রজাপতি’র।এই প্রথম বড় পর্দায় বাবা-ছেলে মিঠুন চক্রবর্তী-দেব!

সকাল সকাল ‘গুরু’ এবং ‘মহাগুরু’ পৌঁছে গিয়েছেন সল্টলেকের নির্দিষ্ট শ্যুটিং স্পটে। এত দিন দুই তারকা নাচের রিয়্যালিটি শো-এ বিচারক হয়ে পাশাপাশি বসেছেন। এই প্রথম তাঁরা বড় পর্দায় মুখোমুখি। কতটা উত্তেজিত অতনু? প্রশ্ন ছিল আনন্দবাজার অনলাইনের। প্রযোজকের দাবি, ‘‘উত্তেজিত আমরা সবাই। দেব, অভিজিৎ, আমি, মিঠুনদা নিজেও। বহু দিন পরে বাংলার ছেলেকে বাংলায় ফেরাতে পেরে তৃপ্ত। মৃণাল সেনের ‘মৃগয়া’র (১৯৭৬) পরে আবার মিঠুন-মমতাশঙ্কর পর্দা ভাগ করতে চলেছেন। এই অসাধ্যসাধন করতে পেরেও আনন্দিত, গর্বিত।’’ একই ভাবে স্মৃতিকাতর ‘মহাগুরু’ও। ছোট পর্দা ছেড়ে বহু বছর পরে আবার বাংলার বড় পর্দায়। আবার নায়িকা তাঁর প্রিয় ‘মম’! পর্দায় তাঁর ছেলে দেব। প্রত্যেক মুহূর্ত মহানন্দে উপভোগ করছেন মিঠুন।নির্দিষ্ট বাড়ির মধ্যেই এ দিন বাবা-ছেলের ঘরোয়া কিছু দৃশ্য ফ্রেমবন্দি হয়েছে। মিঠুনের পরনে পাজামা-গেরুয়া হাফ পাঞ্জাবি। দেবের গায়ে শার্ট-প্যান্ট। এই দুই তারকা ছাড়াও ছিলেন খরাজ মুখোপাধ্যায়। তাঁর দৃশ্যগ্রহণ শেষ। জানালেন ছবির পরিচালক। দ্বিতীয় ছবিতেই ক্যামেরায় বন্দি করছেন মিঠুনের মতো মহাতারকাকে। আনন্দে শিহরিত না ভয়ে কম্পিত? শুনেই রসিকতা পরিচালকের। বলেছেন, ‘‘মিঠুনদা দারুণ হোমওয়ার্ক করে এসেছেন। কিছু বলার সুযোগই দিচ্ছেন না!’’

Advertisement

এ-ও জানিয়েছেন, মহাতারকা-সুলভ কিচ্ছু নেই মিঠুনের মধ্যে। একেবারেই মাটির কাছাকাছি। নিজের চরিত্র বুঝে অভিনয় করছেন। অবসরে ছবির বিষয় নিয়ে কথা বলছেন। পুরো পরিবেশটাই ‘প্রজাপতি’র মতো ফুরফুরে।

এ দিন মিঠুন চক্রবর্তীর দুপুরের খাবারে হাল্কা আয়োজন, স্যান্ডুইচ। আগের দিনেই যদিও প্রিয় বিউলির ডাল, পোস্ত, ডিম ভরা ইলিশ মাছ, পোস্ত দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন। জানিয়েছেন, বাঙালি রান্নার কোনও তুলনাই নেই। খুব তৃপ্তি পেয়েছেন। আপাতত দিন চারেক বিধাননগরেই শ্যুটিং। এর পরে ‘প্রজাপতি’ পাখা মেলবে সারা শহরে। উড়ে বেড়াবে উত্তর থেকে দক্ষিণ।

Advertisement
আরও পড়ুন