Rafiath Rashid Mithila

Ayra-Mithila: সৃজিতের পরে মিথিলা-কন্যা আয়রাও কোভিড আক্রান্ত

বুধবার রাতে শোনা গিয়েছে, কোভিড রেহাই দেয়নি মিথিলা-কন্যাকেও। বৃহস্পতিবার সকালে মিথিলা নিজে সেই খবরে মান্যতা দেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৬:০৬
সৃজিত মুখোপাধ্যায়ের পরে করোনা আক্রান্ত মিথিলার মেয়ে আয়রা তাহরিম খানও।

সৃজিত মুখোপাধ্যায়ের পরে করোনা আক্রান্ত মিথিলার মেয়ে আয়রা তাহরিম খানও।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরে করোনা আক্রান্ত রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আয়রা তাহরিম খানও। ১ জানুয়ারি নিজের অসুস্থতার কথা টুইট করে জানান সৃজিত। সূত্রের খবর, ওই দিন মেয়েকে নিয়ে কলকাতায় ছিলেন মিথিলা। এর পরেই বুধবার রাতে শোনা গিয়েছে, কোভিড রেহাই দেয়নি মিথিলা-কন্যাকেও। বৃহস্পতিবার সকালে মিথিলা নিজে সেই খবরে মান্যতা দেন। আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল মিথিলার সঙ্গে। ফোনে সাড়া দেননি তিনি।

কলকাতার করোনা-গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। জনসাধারণের পাশাপাশি কোভিডে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরাও। বুধবারেই জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কোভিড-মুক্ত হলেও সংক্রমিত তাঁর একমাত্র মেয়ে সানা। একই ভাবে সম্ভবত আক্রান্ত আয়রাও।

Advertisement

এ দিকে, মঙ্গলবার দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হন সস্ত্রীক রাজ চক্রবর্তী। অসুস্থতার কারণে তিনি ২৭তম চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। পাশাপাশি, বুধবারে তালিকায় সংযোজন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দেব অধিকারী, রুক্মিণী মৈত্র, মিমি চক্রবর্তী। উৎসবের চেয়ার পার্সন এবং আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা যথাক্রমে রাজ ও পরমব্রত আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Advertisement
আরও পড়ুন