Mimi Chakraborty

Mini Bengali Movie: অপেক্ষার অবসান, মে মাসে প্রেক্ষাগৃহে আসছে ‘মিনি’

দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সেই দুই বন্ধু সম্পর্কে বোনঝি-মাসি। মিনি-তিতলি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৮
দুই অসমবয়সী বন্ধুর গল্প বলবে ‘মিনি’।

দুই অসমবয়সী বন্ধুর গল্প বলবে ‘মিনি’।

চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’। ২০২১-এ ‘বাজি’-র পর এই ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফিরবেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন পরিচালক মৈনাক ভৌমিক। সেই দুই বন্ধু সম্পর্কে বোনঝি-মাসি। মিনি-তিতলি। তাদের মধ্যে একজন চায় বড় হতে, অন্য জন চায় লম্বা হতে। তাঁদের বন্ধুত্বকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। মিনির ভূমিকায় অভিনয় করবে অয়না চট্টোপাধ্যায়। তিতলি হয়ে পর্দায় ফিরবেন মিমি।

Advertisement

ওমিক্রনের বাড়বাড়ন্তের আগেই শেষ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং পরবর্তী কাজ এবং ডাবিং। সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর ছাতার তলায় তৈরি হয়েছে এই ছবি। মিমির সঙ্গেই এই ছবিতে অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement